মুখবন্ধ
ইউনিয়ন পরিষদ অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এ প্রতিষ্ঠানের গতিশীল কার্যক্রম অত্যন্ত জরুরী। বর্তমানের ইউনিয়ন পরিষদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা, ইউনিয়নে বসবাসকারী মানুষের প্রয়োজনানুসারে সেবা প্রদান করা। ইউনিয়ন পরিষদ যেহেতু তৃণমূল জনগণের নিকটস্থ একটি প্রতিষ্ঠান, সেহেতু তাদের প্রয়োজনমত সেবা প্রদানে ইউনিয়ন পরিষদের কার্যকরী ভূমিকা রাখার সুযোগ ও সম্ভাবনা দু’টোই রয়েছে। কিন্তু অতিব পরিতাপের বিষয় যে, রঙ্গারচর ইউনিয়নের চারদিকে নদী, হাওর, খাল, বিল ও পাহাড়, টিলা থাকায় অত্যন্ত দূর্গম ইউনিয়ন হিসেবে সুনামগঞ্জের মানুষের নিকট অতি পরিচিত। বছরের প্রায় অর্ধেক সময়ই এ ইউনিয়নের হাওরাঞ্চলসহ অন্যন্যস্থান পানিতে নিমজ্জিত থাকে। ফলস্বরূপ, এখানাকার যাতায়ত ব্যবস্থা খুবই খারাপ। এ কারণেই মূলত এ অঞ্চলের জনগণ ইউনিয়ন পরিষদ সেবা সমূহ থেকে প্রায় সময়ই বঞ্চিত হচ্ছেন। উল্লিখিত বিষয়টিকে মাথায় রেখে এই ইউনিয়নের জনগণের সামগ্রিক উন্নয়নে জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের পেশাগত কর্মকা-ে পারদর্শী কর্মকর্তাবৃন্দ নিবেদিত ভাবে কাজ করছেন; এই প্রচেষ্টাকে সত্যিকার অর্থে ফলপ্রসু করতেই পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নের এই প্রয়াস।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সচিব ও সচেতন নাগরিকগণের পরামর্শের ভিত্তিতে এবং সার্বিক সহযোগিতায় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড সভার মাধ্যমে সকল শ্রেনীর জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যাবলী, চাহিদা, প্রয়োজনীয়তা ও সম্পদ সমূহ নিরুপন করা হয়। ১৩টি স্ট্যান্ডিং কমিটি, অত্র ইউনিয়নে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর সাথে মত বিনিময়ের মধ্যদিয়ে এলাকার সমস্যাবলী ও অগ্রাধিকার নিরুপন করে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট বইটি প্রকাশ করা হয়েছে। এ পরিকল্পনাটি অত্র ইউনিয়নের একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই কার্যক্রমটি স্থানীয় সরকারকে আরও বেশী গতিশীল, শক্তিশালী ও জবাবদিহিতামূলক করবে এবং কর আদায় ও স্থানীয় সম্পদের ব্যবহার সুনিশ্চিত করবে। যা একটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ডকে আরও বেশী তরান্বিত করতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস ।
দীর্ঘমেয়াদি এ পঞ্চবার্র্ষিক পরিকল্পনাটি অত্র ইউনিয়নের জনগণের এসডিজি ভিত্তিক একটি আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠায় এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হবে বলে আমি মনে করি। পঞ্চবার্ষিক পরিকল্পনা বইটি তৈরিতে কারিগরি সহয়তার জন্য ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন দপ্তর এবং বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিশেষে, রঙ্গারচর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণিত হয়েছে তা বাস্তবায়নের মধ্যদিয়ে সমৃদ্ধ ইউনিয়ন গড়তে ইউনিয়নবাসীসহ সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।
মোঃ আব্দুল হাই
চেয়ারম্যান
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ
সুনামগঞ্জ সদর।
সম্পাদকের কথা
আজ যা বর্তমান, কাল তা ইতিহাস। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানুষ চায় সৃষ্টি হোক নতুন ইতিহাস, সূচনা হোক গৌরবময় অধ্যায়ের। প্রতিটি মানবমনের চিরন্তন বাসনা, সে তার সৃষ্টিশীল কর্মের মধ্যদিয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবে যুগ থেকে যুগান্তর। আমাদের আজকের এগিয়ে চলা সময় পেরোনোর সাথে সাথেই সৃষ্টি হয় আগামী দিনের স্বপ্নবীজ বুনা। ভাল খারাপ অনেক কিছুর হিসেবই আমরা গুলিয়ে ফেলি এগিয়ে চলা আপন গতিতে। হয়ত এভাবেই এগিয়ে যাব কোন এক স্বপ্নের আগামী সোপানে...। কর্মময় জীবনে শত ব্যস্ততা এবং বাধাবিপত্তি থাকা সত্ত্বেও একটি সুন্দর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী রঙ্গারচর ইউনিয়নের পরিষদের দীর্ঘমেয়াদী পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি । উল্লেখ্য, রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নদী-নালা, হাওর-বাঁওড়, খাল-বিল ও পাহাড়-টিলা কেন্দ্রিক। এ ইউনিয়নের মানুষজন বছরের অধিকাংশ সময়ই পানিবন্দী থাকেন। মোট জনসংখ্যার প্রায় ৯৮.০০% লোক মুসলিম। এখানকার জনগণের প্রধান পেশা কৃষি। এতদ্ব্যতীত দিনমজুর, মৎস্যজীবী, ব্যবসায়ীসহ অন্যান্য পেশায় কিছুসংখ্যক লোক জড়িত। সার্বিক দিক বিবেচনায় দেখা যায় যে, ইউনিয়নটি যাতায়ত ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশেন, পুষ্টি, সচেতনতা ও নারী উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। তাই অত্র ইউনিয়নের জনগণকে সম্পৃক্ত করে রঙ্গারচর ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে বার্ষিক পরিকল্পনা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন করে আসছে। সেই সাথে ইউনিয়ন পরিষদ সদস্যরা সার্বক্ষণিক জনগণের পাশে থেকে বিভিন্ন ধরণের সেবা প্রদানসহ জনগণের চাহিদানুযায়ী তথ্য প্রকাশ করে আসছে। ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য কর্মকা-ের মধ্যে রয়েছে সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, মূল্যায়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকা-ে নারীদের সম্পৃক্তকরণ ইত্যাদি।
আশা রাখছি, পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নের মধ্যদিয়ে অত্র ইউনিয়নের সার্বিক চিত্রের আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। সর্বোপরি, পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট বইটি তৈরিতে কারিগরি সহয়তার জন্য ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন দপ্তর এবং বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে, রঙ্গারচর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণিত হয়েছে তা বাস্তবায়নের মধ্যদিয়ে সমৃদ্ধ ইউনিয়ন গড়তে ইউনিয়নবাসীসহ সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।
জনাব সজীব কান্তি দাস
সচিব
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ
সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।
সূচিপত্র
প্রথম অধ্যায়ঃ পরিকল্পনা ও বাজেট প্রণয়ণের প্রেক্ষাপট ও প্রক্রিয়া ও কৌশল
পঞ্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়ণের প্রেক্ষাপট ও বাজেট
পঞ্চ বার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া ও কৌশল
দ্বিতীয় অধ্যায়ঃ এক নজরে ইউনিয়ন পরিষদ
ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস
ইউনিয়নের মানচিত্র/ জেলার মানচিত্রে ইউনিয়নের অবস্থান
ইউনিয়নের সাধারণ তথ্যাবলী
ইউনিয়নের জনমিতিক তথ্যাবলী
ইউনিয়নের শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী
ইউনিয়নের পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থার সংক্রান্ত তথ্যাবলী
ইউনিয়নের নিজস্ব আয়ের উৎস ও সম্পদ সংক্রান্ত তথ্যাবলী
এই পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনার সীমাবদ্ধতা
তৃতীয় অধ্যায়ঃ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট
পঞ্চবাষির্ক পরিকল্পনা ও বাজেট প্রণয়নে অগ্রাধিকার প্রাপ্ত খাত/ ইস্যু সমূহ
পঞ্চবাষির্ক পরিকল্পনা ও বাজেট প্রণয়নে অগ্রাধিকার প্রাপ্ত খাত/ ইস্যু সমূহ নির্বাচনের
কারণ / কমিউনিটিতে বিদ্যমান সমস্যা সমূহ
ক) ................................
খ) ................................
গ) ................................
ঘ) ................................
ঙ) ................................
অগ্রাধিকার প্রাপ্ত খাত/ ইস্যু সংশ্লিষ্ট স্থায়ী কমিটি সমূহের সুপারিশ
ক) ................................
খ) ................................
গ) ................................
ঘ) ................................
ঙ) ................................
খাতভিত্তিক ইস্যু এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটি সমূহের খাতভিত্তিক সুপারিশকৃত
কার্যক্রমের তালিকা
চতুর্থ অধ্যায়ঃ অর্থ সংস্থান ও বাজেট প্রণয়ন
পূর্ববর্তী ৩ বছরের সম্পদের যোগান এবং পরবর্তী ৫ বছরের অনুমিত সম্পদেরযোগান
অনুমোদিত স্কীমের তালিকা, প্রস্তাবিত বাজেট, অর্থের উৎস এবং বাস্তবায়নের সময়
পঞ্চম অধ্যায়ঃ উপসংহার
পরিশিষ্টঃ
১) পরিশিষ্ট-১ঃ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট
২) পরিশিষ্ট-২ঃ ইউনিয়ন পরিষদের কার্যবলী (স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে)
৩) পরিশিষ্ট-৩ঃ ইউনিয়ন পরিষদ আদর্শ কর তপশিল ২০১৩
৪) পরিশিষ্ট-৪ঃ ইউনিয়ন পরিষদ উন্নয়ন বিধিমালা ২০১৩
৫) পরিশিষ্ট-৫ঃ ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন বিষয়ে বিধি-বিধান সমূহ
৬) পরিশিষ্ট-৬ঃ ইউনিয়ন পরিষদের পরিকল্পনা কমিটি এবং সকল স্থায়ী কমিটি
৭) পরিশিষ্ট-৭ঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দের ছবিসহ তালিকা
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ
সদর, সুনামগঞ্জ ।
পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ণের প্রেক্ষাপট ঃ বর্তমান সময়ে কার্যকরি উন্নয়ন পরিকল্পনা বলতে জন-অংশগ্রহণমূলক পরিকল্পনাকে বুঝায়। বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় বলা যায়, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নেই বললেই চলে। পরিকল্পনা হলো বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মকা-ের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি। পরিকল্পনার অন্যতম প্রধান বিষয়বস্তুগুলোর একটি হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার এবং অপরটি জনগণের মালিকানা সৃষ্টি। সম্পদের দক্ষ ব্যবহার এমন এক প্রবৃদ্ধিজনিত প্রক্রিয়ার জন্ম দেয় যা নিজ থেকেই বাড়তি সম্পদ সৃষ্টিতে সক্ষম হয়। আধুনিক যুগে অর্থনৈতিক নীতি বিশেষত উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করা রাষ্ট্রীয় কর্মকা-ের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
খাতভিত্তিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট সকল উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে রঙ্গারচর ইউনিয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। স্থানীয় পর্যায়ে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এলাকার খাতভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, চাহিদা নিরূপণ ও সমস্যা সমাধানের নিমিত্তে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে। এরূপ প্রেক্ষিতে রঙ্গারচর ইউনিয়ন পরিষদ স্থানীয় উন্নয়নের লক্ষ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এ পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়। উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৪৭ ধারার (ঘ) উপধারায় পরিষদ উহার এখতিয়ারভূক্ত যে কোন বিষয়ে উহার তহবিলের সাথে সঙ্গতি অনুযায়ী পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করার বিধান উল্লেখ রয়েছে। বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বিশেষভাবে বিবেচনায় এনে স্থানীয় জনগণের চাহিদার প্রতি দৃষ্টি রেখে ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়।
পঞ্চ বার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া ও কৌশল ঃ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া ও কৌশল
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক (২০১৭-২০২১) পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় কতকগুলো ধাপ অনুসরণ করা হয়েছে। যার মাধ্যমে প্রথমবারের মতো একটি ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা বই প্রণয়ন করতে সক্ষম হয়েছে।
১ম ধাপঃ ইউপি’র সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউপির সকল সদস্য, সচিব, দক্ষ সরকারি কর্মকর্তা, অভিজ্ঞ নাগরিক, স্থায়ী কমিটির সদস্য, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে উদ্ভুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের রূপকল্প তৈরি করে অতঃপর এই রূপকল্প রূপায়নে সকলের অংশগ্রহণে তথ্য সংগ্রহ এবং ডাটাবেজ তৈরি করা হয় ;
২য় ধাপঃ ওয়ার্ড সভায় সংগৃহিত তথ্য যাচাই, চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও বিশ্লেষণ করে চাহিদা নিরূপন ও অগ্রাধিকার নির্ণয় করা হয় ;
৩য় ধাপঃ নির্ণিত অগ্রাধিকার স্থায়ী কমিটিতে আলোচনা করে সুপারিশ তৈরি করা হয় ;
৪র্থ ধাপঃ সরকারি বিভিন্ন বিভাগ, এনজিও, কমিউনিটি ভিত্তিক সংগঠন ও স্থায়ী কমিটি সদস্যদের যৌথ সভায় পর্যালোচনার মাধ্যমে সম্পদের উৎস ও অর্থপ্রবাহ পর্যালোচনা এবং নির্ণীত অগ্রাধিকার বিশ্লেষণ করে খসড়া পরিকল্পনা ও বাজেটের রূপরেখা তৈরি হয় ;
৫ম ধাপঃ খসড়া পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হয়;
৬ষ্ঠ ধাপঃ খসড়া পরিকল্পনা ওয়ার্ড সভায় উপস্থাপন করে জনগণের মতামত গ্রহন করা হয় ;
৭ম ধাপ: ইউনিয়ন পরিষদের সভায় খসড়া পরিকল্পনা অনুমোদন করা হয়;
৮ম ধাপ : চুড়ান্ত পরিকল্পনা বই আকারে প্রকাশ করা হয়;
১. এক নজরে রঙ্গারচর ইউনিয়ন পরিষদ/ ইউনিয়ন পরিষদ পরিচিতি
ক) ইউনিয়ন সীমানা- পূর্বে লক্ষীপুর ইউনিয়ন, পশ্চিমে সুরমা ও জাহাঙ্গির নগর ইউনিয়ন, উত্তরে ভারত মেঘালয় রাজ্য, দক্ষিণে সুরমা নদী।
খ) আয়তন ঃ ১১,১৪৬ একর
গ) ভূমি ঃ আবাদী জমি-১০০২৮ একর অনাবাদি জমি-৫২৬একর খাস জমি- ৪১৫ একর
ঘ) জলাশয় ঃ হাওর-০৮টি,বিল-২৫টি, নদী-০৯টি খাল- ৭টি, পুকুর-৭৩টি, ডোবা-২২০টি, নালা-১৫টি ঙ) গ্রামের সংখ্যা ঃ ২০টি চ) মৌজার সংখ্যা ঃ ১৮টিছ) জনসংখ্যা ঃ মোট-৩৭১৮৬ জন, পুরুষ-১৮৯৬৬জন, মহিলা-১৮২২০জন জ) ভোটার সংখ্যা ঃ ১৫৯৮৫ জন, পুরুষ-৮০০০জন,মহিলা-৭৯৮৫জন
ঝ) খানার সংখ্যা ঃ ৪২৬৯ টি ঞ) ভৌত অবকাঠামো ঃ কাঁচা বাড়ি-২,২২৪টি, আধাপাকা বাড়ি-৭৭৮টি, পাকাবাড়ি-২৫৩টি কাঁচা রাস্তা-১১কিঃ মিঃ, পাকারাস্তা-৩৫কিঃ মিঃ, মসজিদ-৩৫টি, মন্দির-২টি,কবরস্থান-২৬টি, হাটবাজার-৬টি, ব্রীজ-২৫টি, কালভার্ট-২০টি, ট) শিক্ষা প্রতিষ্ঠান ঃ প্রাথমিক বিদ্যালয়-১১টি, সরকারী-১১টি, বেসরকারী- ০মধ্যমিক বিদ্যালয়-২টি, কলেজ-০, মাদ্রাসা-৩টি, ঝ) স্বাস্থ্যকেন্দ্র ঃ- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-১টি, কমিউনিটি ক্লিনিক-৩টি, ঞ) ঐতিহাসিক স্থাপনা ঃ পাহাড়, টিলা, আনারসের বাগান, কাঠাল বাগান, শাহ আরপিন টিলা। ট) নলকূপ ব্যবহার করে সুপেয় পানি পানকারী পরিবারের সংখ্যা ঃ ৫৪৫টি (---%) ঠ) স্যানিটেশনের হার ঃ ৬৫% ড) ব্যবসা প্রতিষ্টান ঃ ১৪০টি টেবিল-১: ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা ও ভোটার সংখ্য াঃ
ওয়ার্ড নং গ্রামের নাম জনসংখ্যা ভোটার সংখ্যা ধর্মীয় অবস্থান
পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট ইসলাম সনাতন আদিবাসি
০১ রঙ্গারচর, চানপুর, চাতলপাড় ১৫৯৫ ১৬৫০ ৩২৪৫ ৭৯৪ ৭৮৭ ১৫৮১ ৩২৪৫ ০ ০
০২ রঙ্গারচর, হরিনাপাটি ১৬৮০ ১৫৬৬ ৩২৪৬ ৮৮১ ৯৩৭ ১৮১৮ ৩২৪৬ ০ ০
০৩ হরিনাপাটি মাঝপাড়া ১৯৯৫ ১৮৮০ ৩৮৭৫ ১০৯৭ ১০১৫ ২১১২ ১০৯৭ ০ ০
০৪ বিরামপুর, বল্লভপুর ১৫৯০ ১৬২৭ ৩২১৭ ৭৯০ ৭৭৯ ১৫৬৯ ৩২১৭ ০০ ০
০৫ বৃন্দাবন নগর, পশ্চিম চানপুর ১৪০১ ১৮০৪ ৩২০২ ৬১৬ ৬৪৮ ১২৬৪ ৩২০২ ০
০৬ চিনাউরা, কান্দিগাঁও(দঃপাড়া), কান্দিগাঁও(ছড়ারপাড়), রংপুর, ভক্তের গাঁও ১৯০৫ ২০৫০ ৩৯৫৫ ৮৬৭ ৮৭০ ১৭৩৭ ৩৭৭০ ১০৫ ৮০
০৭ দর্পগ্রাম, রসুলপুর, হাসাউরা, পেচাকোনা, বাংলাভোটা ৩৫০৮ ২২১০ ৫৭১৮ ৯১৯ ৮৯৬ ১৮১৫ ৫০৬৮ ৫৪০ ১১০
০৮ শাহপুর, নৈগাং, শিংপুর, সোলেমানপুর, হরিনাকান্দি ২২৫০ ২২২০ ৪৪৭০ ১১৮৬ ১১৫৭ ২৩৪৩ ৪৪৭০ ০ ০
০৯ টিলাগাঁও, বনগাঁও, ছমেদনগর, মোল্লাপাড়া ৩০৪৫ ৩২১৩ ৬২৫৮ ৮৫০ ৮৯৬ ১৭৪৬ ৬২৫৮ ০ ০
সর্বমোট ২৪ ১৮৯৬৬ ১৮২২০ ৩৭১৮৬ ৮০০০ ৭৯৮৫ ১৫৯৮৫ ৩৭৬৫১ ৬৪৫ ১৯০
টেবিল-২: ওয়ার্ড ভিত্তিক খানার সংখ্যা ঃ
ওয়ার্ড নম্বর খানার সংখ্যা (বিস্তারিত)
ধনী মধ্যবিত্ত দরিদ্র হত দরিদ্র মোট
০১ ১০ ৩২ ১৯৫ ২২৩ ৪৬০
০২ ২০ ১০০ ১৫০ ২৮৭ ৫৫৭
০৩ ১৯ ১২০ ১৭৫ ৩৬০ ৫৭৪
০৪ ১০ ৭০ ১২৫ ২৫৫ ৪৬০
০৫ ৯ ৩০ ১২৫ ২১০ ৩৭৪
০৬ ১৫ ৩৫ ১২০ ২১৯ ৩৮৯
০৭ ১৫ ২৫ ১৭০ ২২৫ ৪৩৫
০৮ ১২ ১৯ ২০০ ৩৬০ ৫৯১
০৯ ৮ ২০ ১৭০ ২৩১ ৪২৯
সর্ব মোট ১১৮ ৪৫১ ১৪৩০ ২৩৭০ ৪২৬৯
নোটঃ জনসংখ্যার অবস্থার বিশ্লেষন ঃ
হত- দরিদ্র্য ঃ সারা বছরে ৬ মাসের মধ্যে ০৩ বেলা খেতে পায়,সঞ্চয় ২০০০টাকার উর্দ্ধে নয় (প্রত্যাহিক উপকরন মুল্য), আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মুল্য ৫০০০/= (পাচঁহাজার টাকা)এর বেশী নয়, অন্যের জমিতে বসবাস করে,কাজের জন্য অন্যত্র যেতে হয় বেশীর ভাগ ক্ষেত্রে ছিন্নমুল ইত্যাদি
দরিদ্র্য ঃ বছরে ০৬-১০মাস ০৩ বেলা খেতে পায়, সঞ্চয় ২০০০/= (দুইহাজার ) থেকে ১৫০০০/= (পনের হাজার) টাকার উর্দ্ধে নয় (প্রত্যাহিক উপকরন মুল্য), আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মুল্য ৫০০০/=- ২০০০০/= (পাচঁ হাজার টাকা,থেকে কুড়ি হাজার) এর বেশী নয়,কাজের জন্য অন্যত্র যেতে হয় ইত্যাদি
মধ্যবিত্ত ঃ বছরে ১২ মাসই ০৩ বেলা খেতে পায়,সঞ্চয় ৫০হাজার টাকার উর্দ্ধে নয়, আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মুল্য ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা)এর বেশী নয়, নিজের জমিতে বসবাস করে,নির্দিষ্ট আয়ের উৎস আছে,সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন ও মতামত প্রদান করেন ইত্যাদি
ধনী ঃ সম্পদশালী, সমাজে নেতৃত্ব দেয়, সমাজের সকল স্তরে অভিগম্যতা আছে ইত্যাদি
ওয়ার্ড পেশা ভিত্তিক জনসংখ্যার বর্তমান অবস্থান(নারী ও পুরুষ) মন্তব্য
পেশাজীবি বেকার এলাকার বাইরে থাকে
কৃষক মৎস্যজীবী ব্য্সায়ী চাকুরীজীবি কুটিরশিল্পী মোট অশিক্ষিত বেকার শিক্ষিত বেকার প্রবাসী চাকুরী সূত্রে শিক্ষা লাভের উদ্যেশ্যে শ্রমিক হিসেবে গৃহকর্মী হিসেবে
০১ ২২০ ১০০ ৫৫ ৩২ ৮ ৪১৫ ১৫০ ৯০ ১২০ ০ ৪০ ৬০ ২০
০২ ৭১০ ১২০ ৫০ ৪৫ ৭ ৯৩২ ১০০ ৬০ ৫০ ০ ১০ ২৮ ১২
০৩ ২০৫ ১৪৫ ৪৩ ৩৫ ৫ ৪৩৩ ১২২ ৪৬ ৬৫ ০ ৭ ৪৮ ১০
০৪ ২০২ ১৩৪ ৪৩ ৩২ ৭ ৪১৮ ১১০ ৪৮ ৯০ ০ ১০ ৭২ ৮
০৫ ২১১ ১২৫ ৩৪ ৩০ ৮ ৪০৮ ৯৭ ৪৫ ৪৫ ০ ৫ ৩৫ ৫
০৬ ২৫০ ১৬৭ ৫৫ ৪২ ১০ ৫২৪ ১৬০ ৫৩ ১২৫ ০ ১৫ ৯০ ২০
০৭ ৩০০ ১৪০ ৩০ ২৫ ১০ ৫০৫ ১২০ ৩০ ১২০ ০ ১৫ ৮৫ ২০
০৮ ৩৭০ ২৭০ ৮০ ৩০ ০ ৭৫০ ২০০ ১৫ ১৪০ ১০ ১০০ ৩০
০৯ ২১০ ১৩০ ৬৫ ৪০ ৫ ৪৫০ ১৩০ ৫০ ৫৫ ০ ১৫ ৩০ ১০
মোট ২৬৭৮ ১৩৩১ ৪৫৫ ৩১১ ৬০ ৪৮৩৫ ১১৮৯ ৪৩৭ ৮১০ ০ ১৬৯ ৫০৬ ১৩৫
টেবিল-৩: পেশার ভিত্তিতে জনমিতিক তথ্য ছক-
টেবিল-৪: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতাভোগী উপকারভোগীর তথ্য ছকঃ-
ওয়ার্ড ভাতাভোগীদের সংখ্যা
বয়স্কভাতা বিধবা
ভাতা প্রতিবন্ধীভাতা মুক্তিযোদ্ধা ভাতা মাতত্ব ভাতা ভিজিডি ১০ টাকা কেজি চাউল ভিজিএফ ৪০
দিন কর্মসূচী আরইএমপি-র রাস্তা সংস্কারে ভাতাভোগী
০১ ৮৬ ৩০ ১০ ৫ ৯ ২২ ১৯১ ২১৯ ৩৮ ১
০২ ৫৫ ২৫ ১৫ ৪ ৮ ২৭ ১৯১‘ ২৩০ ২৪ ০
০৩ ৬২ ২৭ ১৫ ৩ ৯ ২৭ ১৯০ ২৩৫ ০ ০
০৪ ৬০ ২২ ১০ ১২ ১১ ৩৬ ২২৭ ২৮০ ৫৭ ০
০৫ ৬২ ২৫ ৪ ৫ ৭ ৩৩ ১৮০ ২০৫ ০ ০
০৬ ৭০ ২৫ ৮ ২ ১০ ২৭ ১৮০ ২৩৯ ০ ০
০৭ ৬৫ ২৩ ৯ ৪ ৮ ২৯ ১৯০ ২৪০ ৪০ ০
০৮ ৯৬ ২৫ ১২ ৪ ৮ ২৪ ১৭১ ২৫০ ০ ০
০৯ ৭৪ ২০ ১৫ ১ ৮ ২৭ ১৯০ ২১২ ৩০ ৭
মোটঃ ৬৩০ ২২২ ৯৮ ৪০ ৭৮ ২৫২ ১৭১০ ২১১০ ১৮৯ ৮
টেবিল-৫: ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠনের সংখ্যাঃ
ওয়ার্ড শিক্ষা প্রতিষ্ঠনের সংখ্যা
প্রাথমিক বিদ্যালয় মধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা অন্যান্য
সরকারী বেসরকারী মোট সরকারী বেসরকারী মোট সরকারী বেসরকারী মোট দাখিল এবতাদিয়া মোট
০১ ১ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০
০২ ১ ০ ১ ০ ১ ১ ০ ০ ০ ০ ১ ১
০৩ ১ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ১ ০ ০
০৪ ২ ০ ২ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০
০৫ ১ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০
০৬ ২ ০ ২ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০
০৭ ১ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০
০৮ ১ ০ ১ ০ ০ ০ ০ ০ ০ ০ ২ ২
০৯ ১ ০ ১ ০ ১ ১ ০ ০ ০ ০ ১ ১
মোটঃ ১১ ০ ১১ ০ ২ ২ ০ ০ ০ ০ ৪ ৪
টেবিল-৬: শিক্ষার সার্বিক তথ্যঃ-
ওয়ার্ড সাক্ষরতার হার% প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়
পুরুষ নারী মোট বিদ্যালয়ে ভর্তির হার % ঝরে পরার
হার ঝরে পড়ার কারণ বিদ্যালয়ে ভর্তির হার % ঝরে পরার হার ঝরে পড়ার কারন
০১ ৭৮ ৭২ ৭৫ ১০০ ১৩ যোগাযোগ,দারিদ্রতা ৯০ ১৪ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০২ ৭২ ৬৬ ৬৯ ১০০ ১৭ যোগাযোগ,দারিদ্রতা ৯০ ১২ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৩ ৬৮ ৭১ ৬৯ ১০০ ২০ যোগাযোগ,দারিদ্রতা ৮৫ ১৫ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৪ ৭৫ ৭১ ৭৩ ১০০ ১২ যোগাযোগ,দারিদ্রতা ৮০ ২০ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৫ ৭৯ ৭৬ ৭৭ ১০০ ১১ যোগাযোগ,দারিদ্রতা ৮৪ ১৬ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৬ ৮৬ ৭৪ ৮০ ১০০ ১১ যোগাযোগ,দারিদ্রতা ৮৫ ১৫ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৭ ৮২ ৭৬ ৭৯ ১০০ ১৫ যোগাযোগ,দারিদ্রতা ৯০ ১৩ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৮ ৮২ ৭৩ ৭৭ ১০০ ১৮ যোগাযোগ,দারিদ্রতা ৮০ ২০ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
০৯ ৮৫ ৭৪ ৭৯ ১০০ ১৭ যোগাযোগ,দারিদ্রতা ৮৫ ১৫ যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার
মোট ৭৮ ৭২ ৭৫ ১০০ ১৪ ০ ৮৫ ১৫ ০
টেবিল-৭: ইউপি-র পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থার তথ্যঃ-
ওয়ার্ড স্বাস্থ্য-সম্মত পায়খানা ব্যবহার কারীর সংখ্যা (খানা) পানির উৎসের সংখ্যা কসাই খানা ডাস্টবিন ড্রেন
ল্যাট্রিন স্বাস্থ্য-সম্মত অস্বাস্থ্যকর ঝুলন্ত খোলা জায়গায়
মলত্যাগ করে মোট গভীর নলকূপ অগভীর নলকূপ তারা পাম্প মোট
০১ ৯০ ৩৬৭ ২০ ৭ ৪৭৭ ২ ৬০ ০০ ৬২ ০০ ০০ ০০
০২ ১২০ ৩৯৭ ২৫ ১১ ৫৫৩ ১ ৭০ ০০ ৭১ ০০ ০০ ০০
০৩ ১২৭ ৪৮৮ ২৫ ১৩ ৬৫৩ ১ ৭০ ০০ ৭১ ০০ ০০ ০০
০৪ ১০৬ ৩৭০ ৩৫ ১৯ ৫৩০ ১ ৫০ ০০ ৫১ ০০ ০০ ০০
০৫ ৭০ ৩৫৮ ৩৬ ২৩ ৪৮৭ ১ ৫০ ০০ ৫১ ০০ ০০ ০০
০৬ ৯০ ৫৭৮ ৩৮ ২৮ ৭৩৪ ৪ ৪৫ ০০ ৪৯ ০০ ০০ ০০
০৭ ১১৬ ৪৯০ ২৭ ১৭ ৬৫০ ২ ৫৫ ০০ ৫৭ ০০ ০০ ০০
০৮ ৯৯ ৬০৩ ৩০ ১৫ ৭৪৭ ২ ৬০ ০০ ৬২ ০০ ০০ ০০
০৯ ১১০ ৩৩২ ২৯ ২৬ ৪৯৭ ১ ৫৫ ০০ ৫৬ ০০ ০০ ০০
মোট ৯২৭ ৩৭৮৩ ১৯১ ২৬২ ৫৩২৮ ১৫ ৫০৫ ০০ ৫২০ ০০ ০০ ০০
টেবিল-৮: ইউপি-র নিজস্ব আয়ের উৎস ও সম্পদ বিষয়ক তথ্যঃ-
ওয়ার্ড মোট বাজার ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ইউপি কর প্রদানকারীর সংখ্যা মহিলা মালিকাধীন ব্যাবসা প্রতিষ্ঠানের সংখ্যা হাট বাজারের নাম
মুদি দোকান টি স্টল মাছের আড়ৎ চাতাল ব্যাবসায়ী সংখ্যা খানার সংখ্যা মুদি টি স্টল অন্যান্য
০১ ১ ২২ ১ ০ ০ ০ ০ ০ ০
০২ ০ ১৪ ০ ০ ০ ০ ০ ০ ০
০৩ ১ ১২ ৫ ০ ০ ০ ০ ০ ০
০৪ ০ ২০ ৫ ০ ০ ০ ০ ০ ০
০৫ ০ ২ ৫ ০ ০ ০ ০ ০ ০
০৬ ১ ৩ ১১ ০ ০ ০ ০ ০ ০
০৭ ১ ৭ ১০ ০ ০ ০ ০ ০ ০
০৮ ১ ৯ ৭ ০ ০ ০ ০ ০ ০
০৯ ১ ১০ ৭ ২ ০ ০ ০ ০ ০
মোট ৬ ৯৭ ৫১ ২ ০ ০ ০ ০ ০
পঞ্চবার্ষিকী পরিকল্পনার খতি ভিত্তিক ইস্যু /বিষয় সমুহ ঃ- রঙ্গারচর ইউনিয়ন পরিষদ তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পাঁচ বছর মেয়াদী কয়েকটি সমস্যা চিহ্নিত করেছে। এই ইস্যু বা সমস্যাগুলো স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়, তাই এই ইস্যু সমাধানের জন্য প্রয়োজন পঞ্চবার্ষিক পরিকল্পনা। শিমুলবাঁক ইউনিয়নের প্রধান ইস্যু/ বিষয় সমুহ ও ইস্যু/বিষয় চিহ্নিতকরণ নি¤œরুপঃ-
১. ২০২১ সালের মধ্যে ইউনিয়নের ৮০% যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে আন্তঃযোগাযোগ বৃদ্ধি পাবে।
সনের মধ্যে ইউনিয়নের ১০০% শিশুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গমনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন হবে।
৩.২০২১ সালের মধ্যে.১০০% মানুষ নিরাপদ পানি পান করবে ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন হবে।
৪.২০২১সালের মধ্যে ৯০% কৃষক উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরনের মাধ্যমে কৃষি, সেচ ব্যবস্থার এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজে সম্মৃদ্ধি আসবে।
৫.২০২১ সালের মধ্যে ৯০% মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজে সম্মৃদ্ধি আসবে।
৬.২০২১ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে শিক্ষিত ও অশিক্ষিত বেকার পুরুষ এবং ৮০ ভাগ দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধি পাবে ও কাজের সুযোগ পাবে ।
কমিউনিটি পর্যায়ে সমস্যা/ ইস্যু চিহ্নিতকরনের কারণঃ-
০১) অনুন্নত যোগাযোগ ব্যবস্থাঃ- রঙ্গারচর ইউনিয়নটি হাওর বেষ্টিত। এ ইউনিয়নের ১১ কিঃ মিঃ কাচাঁ রাস্তা এবং ৩৫ কিঃমি পাকা রাস্তা রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় শুকনা মৌসুমে যাতায়াত খুবই কষ্টকর। তাছাড়াও বর্ষা মৌসুমে সময়মত নৌকা না পেলে যাতায়াতের অনেক সমস্যা হয় । কাচাঁ রাস্তায় অনেক কাঁদা থাকায় জনগনের অনেক ভুগান্তি হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি কেনা বেচা ও এলাকায় আনা নেওয়া খুবই কষ্টকর। একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ও অন্যদিকে সময় বেশী লাগার কারনে এখানকার জনগন উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার জানা সত্বেও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারনে ইউনিয়ন থেকে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াতের সুবিধা ভাল না থাকার জন্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। লেখাপড়া ছেড়ে বাধ্য হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে অন্য নি¤œ পেশার সাথে সম্পৃক্ত হচ্ছে। এলাকার জনসাধারন অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা হাসপাতালে বা স্থানীয় বাজারে সুচিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে তাই এই সমস্যাটিকে ইউনিয়নবাসী পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করেছে।
০২) শিক্ষিতের হার কমঃ:- রঙ্গারচর ইউনিয়নের জনগন বিভিন্ন সামাজিক সমস্যা অপেক্ষা করে বসবাস করছে। এর মধ্যে একটি প্রধান সমস্যা স্বল্প শিক্ষার হার । এ ইউনিয়নে শিক্ষার হার মাত্র ২৪%। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ,সামাজিক অসচেতনতা, দ্রারিদ্রতা,শিশু শ্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অনউন্নয়নের ফলে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব নাজুক পর্যায়ে আছে। তাছাড়া শিমুলবাঁক ইউনিয়নে মাত্র ১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সকল গ্রাম থেকে দুরত্বের কারনে ছাত্র-ছাত্রিরা স্কুলে যেতে পারছেনা। তাই প্রাথমিক শিক্ষার পরই অনেক ছাত্র-ছাত্রি ঝরে পরছে। শিক্ষা ব্যাবস্থার বাস্তব চিত্র কৌশলগত পরিকল্পনা গ্রহনের জন্য অবস্থা বিশ্লেষন জরিপ থেকেও ইউপি বুঝতে পারে। শিক্ষাই জাতির মেরুদন্ড অথচ ইউনিয়নে শত চেষ্টা করেও শিক্ষার উন্নয়ন সাধিত হচ্ছে না। উপযুক্ত শিক্ষার মান বৃদ্ধি না পাওয়ায় অপসংস্কৃতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ,সামাজিক হানাহানী, স্বাস্থ্য ও পুষ্টিহীনতা, শিশুশ্রম ইত্যাদি সামাজিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপরোক্ত বিষয় চিন্তা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহনের জন্য শিক্ষাকে দ্বিতীয় ইস্যু হিসাবে ইউনিয়ন চিহ্নিত করে।
০৩) পানি সরবরাহ পয়ঃ নিস্কাশন ও বর্জ্য-ব্যবস্থাপনা ঃ-হাওর ও নদী বেষ্টীত রঙ্গারচর ইউনিয়ন বাসীর অগ্রযাত্রায় আরেকটি বড় সমস্যা স্যানিটেশন। ইউনিয়নের সার্বিক জরিপে দেখা যায় ৬৫% জনগন স্যানিটেশন ব্যবহার করে। খোলা জায়গায় পায়খানা করার ফলে ডায়রিয়া,আমাশয়,কলেরা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছে। প্রতি বছর অনেক শিশু ডায়রিয়া,আমাশয়,কলেরায় ভুগে মৃত্যুবরন করছে। সচেতনতা ও দারিদ্রতার কারনে সৃষ্ট সমস্যাটা ইউনিয়ন পরিষদ মনে করে যে খুব সহজে দুর করা সম্ভব না যার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন। রঙ্গারচর ইউনিয়নের একটি বড় সমস্যা মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি হীনতা। এই ইউনিয়নে সকল শিশু এখনো টিকার আওতায় আসেনি। শিক্ষার অভাব,স্বাস্থ্য সচেতনতার অভাব,কুসংস্কার,বহু বিবাহ ও দারিদ্রতার কারনে এখানকার মা ও শিশুরা চরমভাবে স্বাস্থ্যহীনতায় ভুগছে। অকালেই ঝরে যাচ্ছে অনেক মা ও নবজাতক শিশুসহ অন্যান্য শিশুরা। উপযুক্ত স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ এবং সরকারি বেসরকারি সেবা প্রাপ্তি ও ইউপির এই বিষয়ে সঠিক পরিকল্পনা না থাকার কারনে জনগন র্দীঘ দিন যাবৎ এই সমস্যা লালন করছে। স্বাস্থ্য ও পুষ্টিহীনতার কারনে অনেক শিশু পঙ্গুত্ব,অন্ধত্ব,শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হয়ে বেড়ে উঠছে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছে।
০৪) অনুন্নত কৃষি ও সেচ ব্যবস্থাপনাঃ- যুগ যুগ ধরে ইউনিয়নবাসী কৃষি কাজের উপর নির্ভরশীল হলে ও কৃষি উৎপাদন ও আধুনিকায়নে সফল হতে পারেনি। উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষিত কৃষক না হওয়ার কারনে কৃষি কাজে জনগন অনেক পিছিয়ে আছে। ইউনিয়নের মোট জনসংখার শতকরা ৮০% জনগন কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন ছাড়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব না তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে কৃষিকাজে জরগনদেরকে সমৃদ্ধি আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন। রঙ্গারচর ইউনিয়নের একটি বড় সমস্যা দুর্যোগ। ইউনিয়নে আগাম বন্যায় ফসল ভাসিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে বসতবাড়ী তলিয়ে যায়। এছাড়া খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারনে ইউনিয়নের জনগনকে দুর্ভোগে পড়তে হয়। ফলে কৃষকেরা ফসল ফলাতে পারেনা। তারা আগাম বন্যা বিষয়ে অসচেতন। সেকারনে ইউনিয়নের মানুষেরা আয় হতে বঞ্চিত। তাই দুর্যোগ প্রবণতা হ্রাস বিষয়ক প্রশিক্ষন ও সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুর্যোগ হতে রক্ষা পাওয়ার বিষয়টি অতি গুরুত্বপুর্ন । তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে দুর্যোগ মোকাবেলার মাধ্যমে ইউনিয়নের সমৃদ্ধি আনার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন।
০৫) অনুন্নত মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজ এর ব্যবস্থাপনাঃ- দীর্ঘ বছরের পর বছর পাড়ী দেওয়া সময়ের দিকে অবলোকন করলে আমরা দেখতে পাই যে, ইউনিয়নবাসী কৃষি কাজের সাথে সাথে মৎস্য পেশা উপর নির্ভরশীল হলে ও এখানকার হাওড় ও নদীগুলো যদিও একসময় প্রচুর মাছের উৎপাদন ক্ষেত্র ছিল প্রাকৃতিকভাবে, কিন্তু বর্তমানে অবিচারে ও কোন মাছ চাষ না করে মাছ ধরার ফলে উৎপাদন ও আধুনিকায়নে সফল হতে পারেনি। উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষিত মৎস্যজীবি না হওয়ার কারনে মৎস্য উৎপাদনের কাজে জনগন অনেক পিছিয়ে আছে। ইউনিয়নের মোট জনসংখার শতকরা ৮০% জনগন কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন ছাড়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব না তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে কৃষিকাজে জরগনদেরকে সমৃদ্ধি আনার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন।
০৬) অদক্ষ মানবসম্পদ ঃ-ইউনিয়ন পরিষদ মনে করে যে ইউনিয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, দক্ষ জনশক্তি প্রয়োজন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রয়োজন পর্যাপ্ত কারিগরী প্রশিক্ষণ, পুরুষের পাশাপাশি নারীদের জন্যও কারিগরী শিক্ষার প্রয়োজন। এর ফলে দারিদ্রতা হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। নারী অধিকার ও নারী জাগরন দরকার। নারীরা যখন পুরুষদের পাশাপাশি উন্নয়ন কাজে অংশীদার হবে তখনই দারিদ্রতা বিমোচন সম্ভব। রঙ্গারচর ইউনিয়নের প্রেক্ষাপটে দেখা যায় সমাজে ও পরিবারে নারীরা প্রতিষ্ঠিত না বিভিন্ন ভাবে তারা সমাজে ও পরিবারে নির্যাতিত হচ্ছে। নারীদের কর্মসংস্থানের সুযোগ কম থাকায় তারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারছে না। তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও শিশু কল্যাণের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন।
সর্বোপরি রঙ্গারচর ইউনিয়ন পরিষদের জনগন শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, জন সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগের অভাবে এখানকার জনগন যুগোপযোগী ও টেকসই উন্নয়নের ছোঁয়া থেকে এখনও অনেকটা পিছিয়ে। বিগত কয়েক বছরে ইউনিয়নে বিশুদ্ধ পানি ও যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নয়ন হলে ও আর কিছু মৌলিক চাহিদা পুরনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা বা দীর্ঘ মেয়াদি কৌশলগত পরিকল্পনা। তার ধারাবাহিকতায় শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহন করে।
গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সুপারিশমালাঃ-
০১। শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালা নি¤œরুপ -যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শিক্ষার গুরুত্ব দিতে হবে। কারণ অত্র ইউপি-র বর্তমান শিক্ষার হার-২৪%, তা থেকে উন্নীত করে আগামী পাঁচ বছরে ইউপি-র শিক্ষার হার-১০০% ভাগে উন্নীত করতে হবে। সেজন্য বিভিন্ন শিক্ষার উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করতে হবে, অভিভাবকদের সচেতন করতে হবে, স্কুলের শিক্ষকদের নিয়ে ছয় মাস অন্তর অন্তর সভা করতে হবে, শিশুদের মধ্যে ইউপি-র পক্ষ হতে শিক্ষা সহায়ক ও উৎসাহ প্রদানমূলক প্রকল্প গ্রহণ করতে হবে। বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ, বিদ্যালয়ের চালা বা বেড়া (যদি পাকা ঘর না হয়) মেরামত করা, বিদ্যালয়ের বোর্ড, কলম, ডাস্টার ইত্যাদি সরবরাহ, বিদ্যালয়ে যাওয়ার রাস্তা/কালভার্ট মেরামত, বিদ্যালয় গমনোপযোগী শিশুরা যদি শিশু শ্রমে নিয়োজিত থাকে তাদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কাবিখা, কাবিটা, জিআর ইত্যাদি কর্মসূচির অন্তর্ভুক্ত করা স্কুলের শিশুদের নিরাপদ পানি সরবরাহের জন্য নলকূপ স্থাপন, মেয়ে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে অভিভাবকদেরকে উদ্বুদ্ধকরণ যা ওয়ার্ড সভার মাধ্যমে করা যেতে পারে, প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ সরবরাহ, ওয়ার্ডভিত্তিক পাঠাগার স্থাপন ও বিভিন্ন প্রকার বই সরবরাহ সংবাদপত্র/ম্যাগাজিন সরবরাহ করা, বাল্যবিবাহের কূফল ও ইভটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ । জনসংখ্যা বৃদ্ধির হার বেশী তাই, জন্ম-নিয়ন্ত্রণ এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে, মাতৃ মৃত্যু, ও শিশু মৃত্যু হার রোধে পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের আরও সক্রিয় করতে হবে এবং ইউপি-র পক্ষ হতে সচেতনতা মূলক কার্যাবলী গ্রহণ করতে হবে, যেমন- ধাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কমিউনিটি ক্লিনিক মেরামত/যন্ত্রপাতি সরবরাহ, বিনামূল্যে ঔষধ সরবরাহ, চক্ষু শিবির পরিচালনা, হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার রাস্তা/কালভার্ট মেরামত, ইপিআই কার্যক্রমে অংশগ্রহণের জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ ও প্রচারণা, জলাশয় পরিষ্কার অভিযান, পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন কার্যক্রম পরিচালনা, পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধকরণ, প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা গ্রহণে সহায়তা প্রদান করা ইত্যাদি আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।
০২। কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক স্থায়ী কমিটি সুপারিশমালা নি¤œরুপঃ--যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি, মৎস্য, প্রাণি-সম্পদ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কৃষকগণ কৃষি উৎপাদনে যেসকল বিষয়ে অসুবিধার সম্মুখীন হন, উন্নত কৃষি বীজ সরবরাহ, গভীর/অগভীর নলকূপ স্থাপন ও রক্ষণাবেক্ষণ, সেচ সুবিধার জন্য ড্রেন নির্মাণ, পানি প্রবাহের জন্য কালভার্ট নির্মাণ, বেড়ীবাঁধ নির্মাণ, নতুন কৃষি পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণ, বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ, কৃষি জমির জলাবদ্ধতা দূরীকরণ, জৈব সারের ব্যবহার বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণতার জন্য ইউপি পর্যায় থেকে জোরালো পদক্ষেপ গ্রহন করতে হবে। একটি তালিকা তৈরি করতে হবে। উক্ত তালিকার ভিত্তিতে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় স্কীম/প্রকল্প গ্রহণ করতে হবে। অপরদিকে মৎস্য সম্পদ বাড়ানো এবং প্রাণি সম্পদের সম্প্রসারণের লক্ষ্যে যে সকল সমস্যার মোকাবেলা করতে হয়, যেমন-নতুন মৎস্য পোনা সরবরাহ এর অভাব, মাছ চাষের জন্য মাছের খাদ্য সরবরাহ এর অভাব, হাওড়, বিল ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষ এর বাধা দূর করে চাষের সুযোগ সৃষ্টি করা, গবাদিপশু ও হাস-মুরগী পালনের জন্য যাতে জনগণ উৎসাহিত হয় তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং গবাদিপশু ও হাঁস-মুরগী যাতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা না যায় তার জন্য ইউপি-র পক্ষ হতে সচেতনতা মূলক ও উন্নয়ন মূলক কার্যাবলী গ্রহণ করতে হবে। আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।
০৩। স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালা নি¤œরুপঃ- যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন এর লক্ষ্যে যেসকল বিষয়ে অসুবিধার সম্মুখীন হয়, সেসব বিষয়গুলোর প্রতিগুরুত্বারোপ করা প্রয়োজন, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, রিং সরবরাহ (স্বাস্থ্যসম্মত পায়খানার জন্য), নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষাকরণ, নলকূপের গোড়া পাকা করা, ড্রেনেজ নির্মাণ ও সংস্কার , নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ ইত্যাদি ইউপি-র পক্ষ হতে সচেতনতা মূলক ও উন্নয়ন মূলক কার্যাবলী গ্রহণ করতে হবে। আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।
০৪। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালাঃ-যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে অবকাঠামো (রাস্তা/কালভার্ট) উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে, যেমন-বিদ্যালয়/মহাবিদ্যালয় /মাদ্রাসার সাথে সংযোগ স্থাপন, স্বাস্থ্য কেন্দ্রে গমন, বাজারে/শহরে গমন, জলাবদ্ধতা নিরসন, মসজিদ এবং মন্দির, অন্যান্য উপাসনালয়ে গমন, সরকারি অফিসে বা স্থানীয় সরকার পরিষদে গমন ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন যদি উপরোক্ত পঞ্চবার্ষিকীর লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ হয় তাহলে ইউনিয়নের দারিদ্র্য বিমোচন হবে ও উন্নয়ন ঘটবে এবং যোগাযোগ এর ক্ষেত্রে বিপ্লব সাধিত হবে। আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।
০৫। পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালাঃ-যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনের ক্ষেত্রে যেসব বিষয়গুলোর প্রতি প্রাধান্য দেওয়া দরকার তা হলো- বৃক্ষ রোপণ, বৃক্ষ নিধন এর ক্ষতিকর দিক তুলে ধরা, পরিবেশের ক্ষতির প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জৈব-সার প্রয়োগ ও মাটির উর্বরতা বিষয়ক কৃষক প্রশিক্ষণ, বিভিন্ন দাতা সংস্থা (যেমন-হিলিপ, কেয়ার, জাইকা, পাউবো) বা সরকারিভাবে খাল-বিল, নালা ড্রেজিং করা ইত্যাদি। আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।
০৬। সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালাঃ--যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সমাজকল্যাণের ক্ষেত্রে বয়স্কাভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বভাতা , ভিজিডি/ভিজিএফ, কৃষক তালিকা, মৎস্যজীবী তালিকা তৈরী ও কার্ডধারী নির্বাচনের ক্ষেত্রে উন্মুক্ত ওয়ার্ড সভায় আলোচনার মাধ্যমে এসব তালিকা তৈরী করা এবং তা ইউডিসিসি সভায় উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত করা তাহলে তা একই ব্যক্তির/পরিবারের নাম দুবার আসবে না এবং সরকারী/বেসরকারী সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সঠিক ভাবে দেওয়া সম্ভব হবে এবং কোন ওভারল্যাপিং না থাকায় তা ইউপি-র পঞ্চবার্ষিকীর পরিকল্পনার অনবদ্য ভূমিকা রাখতে পারবে এবং দূর্যোগ মোকাবেলার ক্ষেত্রে যে ধরণের কাজের প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন তা হলো-বন্যার সময় ছোট ডিঙ্গি নৌকা সরবরাহ ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ , দূর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা ইত্যাদি। আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।
খাতভিত্তিক ইস্যু এবং ওয়ার্ড সভা হতে প্রাপ্ত চাহিদার আলোকে সংশ্লিষ্ট স্থায়ী কমিটি সমূহের খাতভিত্তিক সুপারিশকৃত কার্যক্রমের তালিকা
(ক) শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি ঃ-
ক্রমিক প্রকল্পের নাম ওয়ার্ড নং মন্তব্য
১ হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ। ৩
২ হরিনাপাটি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ। ২
৩ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ মেরামত। ৪
৪ বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনা মাটি ভরাট। ৪
৫ বৃন্দাবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন। ৫
৬ নৈগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন। ০৮
৭ রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনা মাটি ভরাট, ইলেকট্রনিক ওয়ারিং ও ফ্যান সরবরাহ। ০১
৮ হাসাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ। ০৭
৯ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন/ খেলাধুলার সামগ্রী বিতরন। ১-৯
১০ কমিউনিটি ক্লিনিক এ সোলার প্যানেল স্থাপন ও ল্যাপটপ কম্পিউটার সরবরাহ। ১-৯
১১ রঙ্গারচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কল্যান কেন্দ্রে আসবাবপত্র সরবরাহ। ১-৯
১২ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ। ১-৯
১৩ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক সভা করা। ১-৯
১৪ প্রতিটি স্কুলে শিশু ক্লাব গঠন করা। ১-৯
১৫ স্থায়ী কমিটির দুই মাস অন্তর অন্তর স্কুল,ক্লিনিক,স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন ও ইউপিতে রির্পোট প্রদান। ১-৯
চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ। ০৯
চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সীমানাে প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট ০৯
নৈগাং প্রাথমিক বিদ্যালয়ের সামনে গার্ডওয়াল নির্মাণ। ০৮
ইউনিয়নের ১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী ও টিফিন বক্স বিতরন। ১-৯
বৃন্দাবন নগর প্রাথমিক স্কুলের সামনে মাঠি ভরাট। ০৫
চৌদ্দ গ্রাম উচ্চ বিদ্যালয় মেরামতঅ ০৯
রংপুর ছড়ারপাড় দেওয়ান শামছুল আবেদীন প্রাথমিক বিদ্যালয়ের আসবা পত্র ক্রয় ও মেরামত। ০৬
চিনাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাটি ভরাট ও মেরামত এবং আসবাপত্র ক্রয়। ০৬
নৈগাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি নলকূপ , প্রাচীর নির্মাণ ও আসবাহপত্র সরবরাহ। ০৮
বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ। ০৪
বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সামনে মাটিভরাট ও আসবাপত্র ক্রয়। ০৪
বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটিভরাট ও আসবাপত্র ক্রয়এবং ইলেক্ট্রনিক ওয়ারিং ফ্যান সরবরাহ। ০৪
(খ) স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাষণ বিষয়ক স্থায়ী কমিটি ঃ-
ক্রমিক প্রকল্পের নাম ওয়ার্ড নং মন্তব্য
১ ১নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৪০টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ১
২ ২নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ২
৩ ৩নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ৩
৪ ৪নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৬০ি ট নলকূপ জনস্বার্থে স্থাপন। ৪
৫ ৫নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৭০ টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ৫
৬ ৬নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ৬
৭ ৭নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫৫ টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ৭
৮ ৮নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৬০টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ৮
৯ ৯নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০টি নলকূপ জনস্বার্থে স্থাপন। ৯
১০ ১নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ২০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ১
১১ ২নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ২
১২ ৩নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ৩
১৩ ৪নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ৪
১৪ ৫নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ৫
১৫ ৬নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৬০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ৬
১৬ ৭নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৪০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ৭
১৭ ৮নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ। ৮
১৮ ৯নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং স্ল্যাব সরবরাহ।
১৯ প্রতিটি ওয়ার্ডে স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক সভা করা । ১-৯
(গ) পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন বিষয়ক স্থায়ী কমিটি ঃ-
ক্রমিক প্রকল্পের নাম ওয়ার্ড নং মন্তব্য
০১ ১নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০১
০২ ২নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০২
০৩ ৩নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৩
০৪ ৪নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৪
০৫ ৫নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৫
০৬ ৬নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৬
০৭ ৭নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৭
০৮ ৮নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৮
০৯ ৯নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির ও খাসজমিতে বৃক্ষরোপন ০৯
(ঘ) কৃষি, মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বিষয়ক স্থায়ী কমিটি ঃ-
ক্রমিক প্রকল্পের নাম ওয়ার্ড নং মন্তব্য
০১ রঙ্গারচর বড় মসজিদের পিছনের খাল খনন করা ০২
০২ মৎস্য সম্পদ ব্যবস্থাপনার উপর মৎস্য চাষীদের প্রশিক্ষণ। সকল ওয়ার্ড
০৩ ইউনিয়নের মজা ও ডোবা পরিস্কার করে মাছ চাষের উপযোগীকরণ। সকল ওয়ার্ড
০৪ আধুনিক চাষাবাদের উপর কৃষকদের প্রশিক্ষণ প্রদান। সকল ওয়ার্ড
০৫ প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ। সকল ওয়ার্ড
০৬ গবাদি পশুর জন্য ভ্যাকসিন বিতরণ। সকল ওয়ার্ড
০৭ হাঁস,মুরগী,গরু,ছাগল পালনের উপর প্রশিক্ষণের ব্যবস্থাকরণ। সকল ওয়ার্ড
০৮ মৎস্য চাষীদের মধ্যে বিনামূল্যে মাছের পোনা সরবরাহ। সকল ওয়ার্ড
০৯ বেকার যুবক ও যুব মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ। সকল ওয়ার্ড
১০ হতদরিদ্র পরিবারের মধ্যে হাঁস,মুরগী,গরু,ছাগল বিতরণ। সকল ওয়ার্ড
(ঙ) পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ক স্থায়ী কমিটি ঃ-
ক্রমিক প্রকল্পের নাম ওয়ার্ড নং মন্তব্য
০১ চাতলপাড় আঃ খালিকের বাড়ী হতে মনাফের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ০১
০২ টিপুর দোকান থেকে আনর আলীর বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ০১
০৩ রঙ্গারচর গ্রামের উত্তর পাড়া আলী হায়দরের বাড়ীর পিছন থেকে আয়ুব আলী বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ০২
০৪ রঙ্গারচর গ্রামের এলজিইডি রাস্তা হতে শুকুর আলীর বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ০২
০৫ হরিনাপাটি গ্রামের সরকত মেম্বারের বাড়ি হতে বাড়ির দাইর হয়ে সিঙ্গিদাইর পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ০৩
০৬ হরিনাপাটি বড় মসজিদ হইতে আছদ্দর আলীর বাড়ী হয়ে তাজুদ আলীর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি ভরাট। ০৩
০৭ বৃন্দাবন নগর মসজিদের সম্মুখ হতে গোরস্তানের পাশ দিয়ে হাশিমের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ০৫
০৮ বৃন্দাবন নগর পাকা রোড হতে বিরামপুর গ্রামের সুইচগেইট পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও পাকা করন। ০৫
০৯ রংপুর মসজিদের সম্মুখ হতে বৃন্দাবন নগর পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ০৬
১০ মন্টু মিয়ার বাড়ি হতে হানিফ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ০৬
১১ বিরামপুর লঞ্চঘাট এল.জি.ই.ডি রাস্তা হতে মজরের বাড়ী পর্যন্ত রাস্তা পূণ নির্মাণ। ০৪
১২ বিরামপুর ওয়াবদার রাস্তা হতে পূর্ব পাড়া মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ ০৪
১৩ দর্পগ্রামে এল জি ইডি রাস্তা হতে বর্ডারে যাওয়ার রাস্তা শাহীদের বাড়ীর সামনে বক্স কালভার্ট নির্মাণ। ০৭
১৪ হাসাউরা বাজার হতে সফর আলী বাড়ী পর্যন্ত রাস্তা পুননির্মাণ। ০৭
১৫ নৈগাং বাজার পুকুর হতে জসিম উদ্দিনের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ০৮
১৬ নৈগং প্রাথমিক বিদ্যালয় হতে পাতলাচূড়া পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ০৮
১৭ বনগাঁও আনাইর বাড়ি হতে ভক্তেগাঁও তুফানের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ০৯
১৮ এল.জি.ই.ডি রাস্তা হতে আলা উদ্দিনের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পূন মেরামত। ০৯
(চ) সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি ঃ-
ক্রমিক প্রকল্পের নাম ওয়ার্ড নং মন্তব্য
০১ মাতৃত্ব ভাতাভোগী মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ। ১ থেকে ৯
০২ ইউনিয়নে যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা। ১ থেকে ৯
০৩ যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা মঞ্চায়ন। ১ থেকে ৯
০৪ ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ। ১ থেকে ৯
০৫ দুর্যোগসেচ্ছাসেবক দল গঠন করা । ১ থেকে ৯
০৬ দূর্যোগ বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে উদ্ভোদ্ধকরণ। ১ থেকে ৯
০৭ আগাম বন্যা বিষয়ে জনগনকে সচেতন করা ।
০৮ দুর্যোগের সময় হতদরিদ্র পরিবারে নৌকা সরবরাহ করা। ১ থেকে ৯
৪। অগ্রাধীকার ভিত্তিক প্রকল্প তালিকা
ক্রম ওয়ার্ড প্রকল্প/স্কিম এর নাম আনুমানিক প্রাক্কলিত ব্যয়
( টাকা) অর্থের
সম্ভাব্য
উৎস্য বাস্তবায়নের সময়
(অর্থ বছর) উন্নয়ন বিধি অনুসারে খাত
১ ১ করিম মাষ্টারের বাড়ীরের সমন হতে নাইয়রের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ৩,০০,০০০/- ২০১৬-২০১৭
২ ১ চানপুর চাতলপাড় রাস্তায় এখলাইছ মিয়ার বাড়ীর পিছনের ভাঙ্গায় ১টি ব্রীজ নির্মান। ২,০০,০০০/- ২০১৬-২০১৭
৩ ১ রঙ্গারচর নদীর পাড় আব্দুল কাইয়ুম পিতা আঃ জলিল এর বাড়িতে একটি নলকূপ স্থাপন। ৫০,০০০/- ২০১৬-২০১৭
৪ ২ হরিনাপাটি পশ্চিম পাড়া এলজিইডি রাস্তা হতে লিংক রাস্তায় মাটি ভরাট। ২,০০,০০০/- ২০১৬-২০১৭
৫ ২ রঙ্গারচর উত্তর পাড়ার রাস্থা সিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা ৩,০০,০০০/- ২০১৬-২০১৭
৬ ২ সুরুজ মিয়ার বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ ১,৫০,০০০/- ২০১৬-২০১৭
৭ ৩ হরিনাপাটিতাজুদের বাড়ী হতে শওকত মোল্লার দোকান হয়ে এলজিইডি রাস্তা পর্যন্ত মাটি ভরাট ৩০০,০০০/- ২০১৬-২০১৭
৮ ৩ এলজিইডি রাস্তা হতে সাংবাদিক করিমের বাড়ী পর্যন্তা রাস্তা সিসি ঢালাই। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
৯ ৩ খেছন আলীর বাড়ীর সামনে ব্রীজ নির্মাণ। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
১০ ৪ বিরামপুর এল.জি.ই.ডি রাস্তা হতে বল্লভপুর মোতালিবের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,২০,০০০/- ২০১৬-২০১৭
১১ ৪ বিরামপুর এল.জি.ই.ডি রাস্তা হতে নুর উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা পাঁকা করন। ২,০০,০০০/- ২০১৬-২০১৭
১২ ৪ বিরামপুর পূর্ব পাড়া মসজিদের ভাঙ্গায় একটি বক্স কালভার্ট নির্মাণ। ১,৪০,০০০/- ২০১৬-২০১৭
১৩ ৫ বৃন্দাবন নগর মসজিদের সম্মুখ হতে গোরস্তানের পাশ দিয়ে হাশিমের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ২,০০,০০০/- ২০১৬-২০১৭
১৪ ৫ বৃন্দাবন নগর প্রাথমিক বিদ্যালয় হতে ৬নং ওয়ার্ডের মাথা রহিমের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ২,৪০,০০০/- ২০১৬-২০১৭
১৫ ৫ বৃন্দাবন নগর প্রাথমিক বিদ্যালয় হতে দুলভপুর পর্যন্ত মাটির রাস্তা ও ব্রীজ নির্মাণ। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
১৬ ৬ রংপুর মসজিদের সম্মুখ হতে বৃন্দাবন নগর পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ১,৮০,০০০/- ২০১৬-২০১৭
১৭ ৬ বলর চড়ায় ১টি কালভার্ট নির্মাণ এবং ১টি বেন্ড কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
১৮ ৬ রংপুর ভক্তের গাঁও বজ্রেন্দ বর্মনের বাড়িতে একটি মন্দির নির্মাণ। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
১৯ ৭ আহমদ আলীর বাড়ীর উত্তরে মসজিদের পাশে কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
২০ ৭ ৭ নং ওয়ার্ডে ৭টি নলক’প স্থাপন ৩,০০,০০০/- ২০১৬-২০১৭
২১ ৭ ৭ নং ওয়ার্ডে ৩০০টি স্যানিটারি ল্যাট্রিন বিতরণ । ২,০০,০০০/- ২০১৬-২০১৭
২২ ৮ এলজিইডি রাস্তা হতে নৈগাং ছড়ার পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
২৩ ৮ নতুন বাজার হতে টলার গাট পর্যন্ত রাস্তায় সিসি ঢালাই। ৪,৫০,০০০/- ২০১৬-২০১৭
২৪ ৮ নৈগাং হরিনকান্দি রাস্তার ভাঙ্গায় ১টি কালভার্ট স্থাপন। ২,০০,০০০/- ২০১৬-২০১৭
২৫ ৯ টিলাগাঁও জুবেদার বাড়ি হতে মোবারকের বাড়ি পর্যন্ত রাস্তা নতুন ও পূর্ন মেরামত। ২,৫০,০০০/- ২০১৬-২০১৭
২৬ ৯ এল.জি.ডি রাস্তা হইতে করিমের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করন। ২,০০,০০০/- ২০১৬-২০১৭
২৭
৯ ভক্তেগাঁও তুফানের বাড়ির পাশে একটি কালভার্ট নির্মান। ১,০০,০০০/- ২০১৬-২০১৭
(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)
যেমন ২০১৭-২০১৮ অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা
ক্রম ওয়ার্ড প্রকল্প/স্কিম এর নাম আনুমানিক প্রাক্কলিত ব্যয়
( টাকা) অর্থের
সম্ভাব্য
উৎস্য বাস্তবায়নের সময় উন্নয়ন বিধি অনুসারে খাত
১ ১ ওয়াবদার সড়ক হতে ঠিকাদারের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
২ ১ চানপুর গ্রাম হতে টিপুর দোকান পর্যন্ত রাস্থা নির্মাণ । ২,০০,০০০/- ২০১৭-২০১৮
৩ ১ চাতলপাড় রফিকের বাড়ির দক্ষিণ হয়ে মসজিদের সামন হয়ে মনাফ আলীর বাড়ির সামনদিয়ে ওয়াবদার রাস্তা পযর্ন্ত মাটির রাস্তা নির্মাণ। ২,০০,০০০/- ২০১৭-২০১৮
৪ ২ হরিনাপাটি পশ্চিম পাড়া আলাইয়ের বাড়ী হতে হাওর মুখি রাস্তায় মাটি ভরাট। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
৫ ২ হরিনাপাটি এলজিইডি রাস্তা হতে নদীর পাড়া পর্যন্ত মাটি ভরাট। ২,০০,০০০/- ২০১৭-২০১৮
৬ ২ হরিনাপাটি পশ্চিম পাড়া সরকারী কবরস্থান হতে কান্দা হাটি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ১,৫০,০০০/- ২০১৭-২০১৮
৭ ৩ হরিনাপাটি এলজিইডি রাস্তা হতে নদীর পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
৮ ৩ নুরের বাড়ী ও কালার বাড়ীর মাঝ হতে সরাফত আলীর দাইড় পর্যন্ত মাটি ভরাট। ১,৫০,০০০/- ২০১৭-২০১৮
৯ ৩ হরিনাপাটি খালি বাড়ী হইতে আছদ্দরের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ২,০০,০০০/- ২০১৭-২০১৮
১০ ৪ বিরামপুর সুনাফর আলীর বাড়ি হতে কান্দিগাও কাদিরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,২০,০০০/- ২০১৭-২০১৮
১১ ৪ বল্লভপুর কদ্দুছের বাড়ী হতে ফজর আলীর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ২,০০,০০০/- ২০১৭-২০১৮
১২ ৪ বিরামপুর বাক্কারের বাড়ি হতে প্রাইমারি স্কুলের রাস্তা নির্মাণ। ১,৪০,০০০/- ২০১৭-২০১৮
১৩ ৫ বৃন্দাবন নগর পাকা রোড হতে বিরামপুর গ্রামের সুইচগেইট পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও পাকা করন। ৩,৫০,০০০/- ২০১৭-২০১৮
১৪ ৫ পশ্চিমচানপুর দিলফরের বাড়ী হতে বৃন্দাবন নগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ২৬০,০০০/- ২০১৭-২০১৮
১৫ ৫ বৃন্দাবন নগর পয়েন্ট হতে সালামতের বাড়ী পযর্ন্ত রাস্তায় মাটি ভরাট। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
১৬ ৬ মন্টু মিয়ার বাড়ি হতে হানিফ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
১৭ ৬ মিজান মিয়ার বাড়ী হতে বাছেত মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ২,৫০,০০০/- ২০১৭-২০১৮
১৮ ৬ কাশেম মিয়ার বাড়ী হতে মসজিদ হয়ে আলাউদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ এবং পাইপ রিং কালভার্ট স্থাপন। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
১৯ ৭ আহমদ আলীর বাড়ীর উত্তরে মসজিদের পাশে কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০১৭-২০১৮
২০ ৭ পেনাকোনা পয়েন্ট হতে উত্তরে কামালের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ। ২,০০,০০০/- ২০১৭-২০১৮
২১ ৭ শহীদের বাড়ী হতে আরব আলী মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ২,০০,০০০/- ২০১৭-২০১৮
২২ ৮ এলজিইডি রাস্তা হতে নৈগাং ছড়ার পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,৫০,০০০/- ২০১৭-২০১৮
৮ জামাল মাষ্টারের বাড়ী হতে শাহজান মিয়ার বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ৩,৫০,০০০/- ২০১৭-২০১৮
২৪ ৮ সুলেমানপুর এলজিইডি রাস্তা হতে হুসেন আলীর বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ২,০০,০০০/- ২০১৭-২০১৮
২৫ ৯ ছমেদ নগর সুন্দরের বাড়ি হতে রুশনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ২,৫০,০০০/- ২০১৭-২০১৮
(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)
যেমন ২০১৮-২০১৯ অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা
ক্রম ওয়ার্ড প্রকল্প/স্কিম এর নাম আনুমানিক প্রাক্কলিত ব্যয়
( টাকা) অর্থের
সম্ভাব্য
উৎস্য বাস্তবায়নের সময় উন্নয়ন বিধি অনুসারে খাত
১ ১ দক্ষিণপাড়া আলকাছের বাড়ি হতে আজিদের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২ ১ মাঝপাড়া মসজিদ হতে দক্ষিণপাড়া মসজিদ পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ৫,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩ ১ চাতলপাড় ছামিদের বাড়ি হতে রফিকের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৪ ১ চাতলপাড় মনাফের বাড়ির সামনে একটি ব্রীজ নির্মাণ। ১,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৫ ২ ২নং ওর্য়াডে টেকি হতে মহিষের খুড় পর্যন্ত বিভিন্ন ভাঙ্গায় মাঠি ভরাট । ২,৩০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৬ ২ হরিনাপাটি খালী বাড়ি হতে আজহর আলীর বাড়ি হয়ে এল.জি.ই.ডি রাস্তা পর্যন্ত মাটি ভরাট। ১,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৭ ২ চৌধুরী পাড়া হিরনের বাড়ি হতে পূর্বদিকে কবরস্থান হয়ে কান্দাপাড়া পর্যন্ত মাটি ভরাট। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৮ ২ খলিল মিয়ার বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৯ ৩ হরিনাপাটি সৈকত মৌল্লার দোকান হতে তাজুদ আলীর বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১০ ৩ হরিনাপাটি ৩নং ওর্য়াডে জনস্বার্থে ২০০ সেট স্যানিটারি ল্যাট্রিন বিতরণ। ১,২০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১১ ৩ হরিনাপাটি আলÍাইর বাড়ী হতে আছদ্দরের বাড়ী হয়ে হরিনাপাটি ইলাম জামে মসজিদ পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,৩০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১২ ৩ এলজিইডি রাস্তা হতে আমন কিত্তা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,৪০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৩ ৪ বিরামপুর পূর্বপাড়ার আব্দুল কদ্দুছের বাড়ি হতে মোবারক আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৪ ৪ বিরামপুর আবেদীনের বাড়ী হতে দোকান পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,৬০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৫ ৪ বিরামপুর এল.জি.ই.ডি রাস্তা হতে হাজেরা বেগমের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৬ ৪ এল.জি.ই.ডি রাস্তা হতে বিরামপুর মাঝপাড়া কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৭ ৫ আঃ হকের বাড়ীর সামনে ও ইব্রাহিমের বাড়ীর সামনে ১টি করে মোট ২টি কালভার্ট নির্মাণ। ২,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৮ ৫ পশ্চিম চানপুর সিরাজের দোকান হতে জলাচর পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
১৯ ৫ স¤্রাজের বাড়ী হতে সুরাবের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ৫,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২০ ৫ পাকা রাস্তা হতে সুইচগেইট পর্যন্ত মাটি ভরাট। ২,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২১ ৬ এল জি ই ডি রাস্তা হতে মোকাম পর্যন্ত রাস্তায় কালভার্ট নির্মাণ। ২,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২২ ৬ শাহ আরপিনিয়া বাজারে ১টি ল্যাট্রিন ২,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৩ ৬ শাহ আরপিনিয়া বাজার হতে রংপুরের রাস্তার বিভিন্ন ভাঙ্গা ভরাট। ৩,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৪ ৬ মমিন মেম্বারের বাড়ী হতে জলফুকার এর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ ২,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৫ ৭ হাসাউরা বাজার হতে সাকোর পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ও কালভার্ট নির্মাণ। ২,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৬ ৭ রসুলপুরের বাজার হতে রহমানের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মান। ২,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৭
৭ সুইসগেইট হতে মজিদের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ৩,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৮ ৭ এলজিইডি রাস্তা হতে মিনারের বাড়ী পর্যন্ত মািটর রাস্তা নির্মাণ। ৩,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
২৯
৮ আলফাস মিয়ার বাড়ী হতে নয়া বিলের পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ২,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩০ ৮ নতুন বাজার হতে টলার গাট পর্যন্ত রাস্তায় সিসি ঢালাই। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩১ ৮ নৈগাং এলজিইডি রাস্তা হতে ইতালির বাড়ী পর্যন্ত রাস্তায় সিসি ঢালাই। ২,৫০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩২ ৮ নৈগাং হরিনকান্দি রাস্তার ভাঙ্গায় ১টি কালভার্ট স্থাপন। ২,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩৩ ৯ জারুর বাড়ী হতে সাধনের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ৯০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩৪ ৯ জবর আলীর বাড়ী হতে মাঈন উদ্দিন এর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ। ২,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
৩৫ ৯ ছমাদ নগর আঃ করিমের বাড়ি হতে হাওর পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,০০,০০০/- ২০১৮-২০১৯ অর্থ বছর
(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)
যেমন ২০১৯-২০১২০ অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা
ক্রম ওয়ার্ড প্রকল্প/স্কিম এর নাম আনুমানিক প্রাক্কলিত ব্যয়
( টাকা) অর্থের
সম্ভাব্য
উৎস্য বাস্তবায়নের সময় উন্নয়ন বিধি অনুসারে খাত
১ ১ চাতলপাড় মদরিছের বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ২,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২ ১ চাতলপাড় মনফরের বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩ ১ চাতলপাড় আঃ হামিদের বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ২,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৪ ১ চাতলপাড় মনফর আলীর বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ১,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৫ ১ রঙ্গারচর দক্ষিপাড়া রজব আলীর বাড়ি হতে ছোয়াব আলী মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা পুননির্মাণ।
১,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৬ ২ সুরুজ মিয়ার বাড়ি হতে উত্তর দিকে হাওর পর্যন্ত মাটি ভরাট। ১,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৭ ২ বুরহান মাষ্টারের বাড়ি হতে কালাম মেম্বারের বাড়ি হয়ে পূর্বদিকে গেদা মিয়ার বাড়ি পর্যন্ত মাটি ভরাট ও কালভার্ট নির্মাণ। ২,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৮ ২ মাঃ আব্দুল মালিকের বাড়ি হতে দক্ষিণ দিকে সরকারী হালট পর্যন্ত মাটি ভরাট। ১,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৯ ২ নুর ইসলামের বাড়ি হতে পশ্চিম দিকে ৩টা কালভার্ট নির্মাণ। ২,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১০ ৩ এলজিইডি রাস্তা হতে নুর ইসলামের বাড়ী পর্যন্তা রাস্তা সিসি ঢালাই। ১,২০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১১ ৩ এলজিইডি রাস্তা হতে লাল মিয়ার বাড়ী পর্যন্তা রাস্তা সিসি ঢালাই। ১,৩০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১২ ৩ এলজিইডি রাস্তা হতে জব্বার মিয়ার বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ৪০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৩ ৩ হরিনাপাটি ৩নং ওর্য়াডের রাস্তার বিভিন্ন ভাঙ্গায় কালভার্ট নির্মাণ । ৩,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৪ ৪ বিরামপুর পূর্ব পাড়া কবরস্থানে মাটি ভরাট। ৬০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৫ ৪ বিরামপুর পশ্চিমপাড়া কবরস্থানে মাটি ভরাট। ৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৬ ৪ বল্লভপুর কবরস্থানে মাটি ভরাট। ৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৭ ৪ বিরামপুর লঞ্চঘাট এল.জি.ই.ডি রাস্তা হতে মজরের বাড়ী পর্যন্ত রাস্তা পাঁকা করন। ৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৮ ৫ সুইচ গেইট হতে মদ্দুমিয়ার বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ৩,৩০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
১৯ ৫ ৫নং ওয়ার্ডে ৫০টি নলকূপ স্থাপন। ৩,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২০ ৫ ৫নং ওয়ার্ডে ৩০০টি স্যানিটারি ল্যাট্রিন বিতরণ। ১,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২১ ৫ বৃন্দাবন নগর পয়েন্ট হতে মন্তাজের বাড়ী পর্যন্ত রাস্তার দুই পাশে মাটি ভরাট ও এপ্রোস তৈরী। ২,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২২ ৬ রফিকুল মিয়ার বাড়ীতে নলকূপ স্থাপন। ৪০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৩ ৬ কান্দিগাঁও দক্ষিণ পাড়া মসজিদ অনুদান প্রদান ১,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৪ ৬ রংপুর ভক্তের গাঁও পর্যন্ত রাস্তায় ২টি কালভার্ট নির্মাণ ও রাস্তা মেরামত। ২,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৫ ৬ ৬নং ওয়ার্ডে ৩০০ সেট র্যাট্রিন নির্মাণ। ২,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৬ ৭ ৭নং ওয়াডে ১০টি নলকূপ স্থাপন।
১,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৭
৭ ৭নং ওয়ার্ডে ২০০ সেট র্যাট্রিন নির্মাণ। ৩,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৮ ৮ নৈগাং মোকামের পশ্চিমের ভাঙ্গায় ১টি কালভার্ট স্থাপন। ৮০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
২৯
৮ হরযত আলীর বাড়ী ও তারা মিয়ার বাড়ীর মধ্যস্থলের ভাঙ্গায় ১টি কালভার্ট স্থাপন। ৭০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩০ ৮ মাহমদ আলীর বাড়ীর সামনের ভাঙ্গায় ১টি কালভার্ট স্থাপন। ৬০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩১ ৮ রপিকুল ইসলামের বাড়ী উত্তর পাশে ১টি কালভার্ট স্থাপন। ১,৫০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩২ ৯ এল.জি.ডি রাস্তা হতে আনাইর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করন। ২,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩৩ ৯ ছমেদ নগর এল.জি.ডি রাস্তা হতে তাহেরের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করন। ১,৯০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩৪ ৯ ছমেদ নগর সুন্দরের বাড়ী হতে রুশনের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করন। ২,০০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
৩৫ ৯ টিলা গাঁও শওকতের বাড়ির পাশে একটি কালভার্ট নির্মান। ১,২০,০০০/- ২০১৯-২০২০ অর্থ বছর
(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)
যেমন ২০২০-২০২১ অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা
ক্রম ওয়ার্ড প্রকল্প/স্কিম এর নাম আনুমানিক প্রাক্কলিত ব্যয়
( টাকা) অর্থের
সম্ভাব্য
উৎস্য বাস্তবায়নের সময় উন্নয়ন বিধি অনুসারে খাত
১ ১ চাতলপাড় মনাফের বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২ ১ রঙ্গারচর দক্ষিপাড়া আজিদের বাড়ি হতে রজব আলীর বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩ ১ রঙ্গারচর ছোয়াব আলী মাস্টারের বাড়ি হতে আলী আহমদের বাড়ি পর্যন্ত রাস্তা পুননির্মাণ। ২,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪ ১ চাতলপাড় মন্দানের বাড়ীর সামনে একটি কালভার্ট নির্মাণ। ৯০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫ ১ মহাজন বাড়ীর ফজর আলীর বাড়ির পুকুর পাড় হতে নদীরপাড় মিলনের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা ও কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬ ১ আদার বাজার জামে মসজিদে সোলার প্যানেল স্থাপন। ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৭ ২ মকলিছ মিয়ার বাড়ির পিছন দিকে মাটি ভরাট। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৮ ২ হরিনাপাটি রঙ্গারচর দারুস সালাম মাদ্রাসায় সৌরবিদ্যুৎ স্থাপন, পাকা ল্যাট্রিন ও পশ্রাবখানা নির্মাণ। ২,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৯ ২ এল.জি.ই.ডি রাস্তা হতে উত্তরদিকে চৌধুরী পাড়া ফেরদাউসের বাড়ির পিছন দিকে হয়ে আনছরের বাড়ি পর্যন্ত মাটি ভরাট। ১,২০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১০ ২ এল.জি.ই.ডি রাস্তা হতে হরিনাপাটি রঙ্গারচর দারুস সালাম মাদ্রাসার পিছন দিক হয়ে কালাই মিয়ার বাড়ি পর্যন্ত মাটি ভরাটও কালভার্ট নির্মাণ। ১,৩০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১১ ২ আদার বাজার পূর্বদিক হতে তাজুদ আলীর বাড়ি পর্যন্ত মাটি ভরাট। ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১২ ২ রঙ্গারচর তফসির আলী রাড়ির পিছন হড়ে উত্তর পাড়া আলী হায়দরের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই । ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৩ ২ উত্তর পাড়া আলী হায়দরের বাড়ি হতে বনবাড়ি বাড়ি পর্যন্ত মাটি ভরাট। ১,৬০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৪ ২ রঙ্গারচর উত্তরপাড়া আজাদের বাড়ির সামনে একটি কালভার্ট নির্মাণ। ৮০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৫ ২ রঙ্গারচর উত্তরপাড়া আছদ্দরের দোকানের সামনে একটি কালভার্ট নির্মাণ। ৮০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৬ ২ রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের পশ্চিমের ব্রীজের গার্ডওয়াল নির্মাণ ও সিসি ঢালাই। ৩,৩০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৭ ২ এল.জি.ই.ডি রাস্তা হতে হরিনাপাটি পশ্চিম সরকারী প্রাথমিক পর্যন্ত মাটি ভরাট। ১,৪০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৮ ২ নোয়াপাড়া এল.জি.ই.ডি রাস্তা হতে বক্তরাজার পুকুর পাড় পর্যন্ত রাস্তা সিসি ঢালাই। ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
১৯ ২ বক্তরাজার পুকুর পাড় হতে মাহমদের বাড়ি পর্যন্ত মাটি ভরাট। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২০ ৩ এলজিইডি রাস্তা হতে নুর ইসলামের বাড়ী পর্যন্তা রাস্তা সিসি ঢালাই। ৭০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২১ ৩ এলজিইডি রাস্তা হতে লাল মিয়ার বাড়ী পর্যন্তা রাস্তা সিসি ঢালাই। ৭০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২২ ৩ এলজিইডি রাস্তা হতে জব্বার মিয়ার বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৩ ৩ হরিনাপাটি ৩নং ওর্য়াডের রাস্তার বিভিন্ন ভাঙ্গায় কালভার্ট নির্মাণ । ২,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৪ ৩ হরিনাপাটি ৩নং ওর্য়াডে জনস্বার্থে ২০ টি নলক’প স্থাপন । ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৫
৩ মাঝপাড়া এলজিইডি রাস্তা হতে আশিদের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৬ ৩ সবদিলের বাড়ির দক্ষিনের ভাঙ্গায় কালভার্ট নির্মাণ । ৮০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৭
৩ মাঝপাড়া সুরুজের বাড়ি হতে মনিরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ২,৬০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৮ ৩ এলজিইডি রাস্তা হতে রাকিব আলীর বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
২৯ ৩ হরিনাপাটি পইন্দা বাড়ি হতে মকদ্দুছের বাড়ি মধ্যস্থানে কালভার্ট নির্মাণ । ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩০ ৩ জামাল উদ্দিনের বাড়ির সামনে কালভার্ট নির্মাণ । ৯০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩১ ৩ রজাই মিয়ার বাড়ি হতে মন্দানের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩২ ৩ উরা বাড়ি সুরুজ মিয়ার বাড়ি হতে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ। ১,২০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৩ ৩ মাঝপাড়া চান মিয়ার বাড়ি হতে মুনসির বাড়ি পযর্ন্ত লিং রাস্তা নির্মাণ। ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৪ ৩ হরিনাপাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারদিকে মাটি ভরাট। ১,৩০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৫ ৩ মাঝপাড়া নতুন জামে মসজিদের সামনে মাটি ভরাট। ৭০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৬ ৩ আঃ মন্দান এর বাড়ির সামনে কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৭ ৩ সমাদ আলীর বাড়ির সামনে কালভার্ট নির্মাণ। ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৮ ৩ এলজিইডি রাস্তা হতে শমসরের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৩৯ ৩ এলজিইডি রাস্তা হতে সমাদ আলীর বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ । ৩,২০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪০ ৪ বল্লভপুর মোতালিবের বাড়ী হতে চানপুর পর্যন্ত রাস্তা পাঁকা করন। ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪১ ৪ বিরামপুর গনি মিয়ার দোকান হতে পশ্চিপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা পাঁকা করন। ৯০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪২ ৪ বিরামপুর এল.জি.ই.ডি রাস্তা হতে বল্লভপুর মোতালিবের বাড়ী পর্যন্ত রাস্তা পাঁকা করন। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৩ ৪ বিরামপুর পূর্বপাড়া মনির উদ্দিনের বাড়ির পাশের রাস্তায় একটি কালভার্ট নির্মাণ। ৮০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৪ ৪ বিরামপুর বড়ফুইর ভাঙ্গায় একটি কালভার্ট নির্মাণ। ৭০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৫ ৪ বিরামপুর পূর্বপাড়ার জমসেদ মিয়ার বাড়ির দক্ষিণের রাস্তায় একটি কালভার্ট নির্মাণ। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৬ ৪ বল্লভপুর উত্তর উকুলোড়া বিলের পাশের ভাঙ্গায় একটি কালভার্ট নির্মাণ। ২,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৭ ৪ বল্লভপুর ছাবেদ আলীর বাড়ির সামনের ভাঙ্গায় একটি কালভার্ট নির্মাণ। ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৮ ৪ ইউনিয়নের বিভিন্ন দুস্ত অসহায় নারীদের আতœকর্মসংস্থানের জন্য ১৫টি সেলাই মেশিন ও আনষাঙ্গিক দ্রব্যাদি ক্রয় ও বিতরণ ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৪৯ ৫ বৃন্দাবন নগর রুশনের বাড়ী হতে কলা বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। ৮০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫০ ৫ বৃন্দাবন নগর চানপুর দিলফর আলী পিতামৃত বাটুল মিয়া এর বাড়ির সামনে একটি নলকুপ স্থাপন ২,৬০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫১ ৫ তালেব আলী পিতা উসমান গনি এর বাড়ির সামনে একটি নলকুপ স্থাপন ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫২ ৫ বৃন্দাবন নগর আমির হোসেন পিতাম ইসলাম উদ্দিন এর বাড়ির সামনে একটি নলকুপ স্থাপন ৪০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৩ ৬ ভক্তেরগাঁও ২টি নলকুপ স্থাপন। ৯০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৪ ৬ এলজি ইডি রাস্তা হতে চিনাউরা বর্ডার পর্যন্ত রাস্তা নির্মাণ। ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৫ ৬ হাসাউরা মঙ্গলকাটা এল.জি.ই.ডি রাস্তা হতে চিনাউরা হয়ে কান্দিগাও মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করন। ২,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৬ ৬ চিনাউরা সমসর এর দোকান হতে স্কুল পর্যন্ত রাস্তা পাকা করন ও কালভার্ট র্নিমাণ। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৭ ৬ চিনাউরা মসজিদের সামেনএকটি কালভার্ট র্নিমাণ। ১,৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৮ ৬ কান্দিগাঁও ছড়ারপরড় সমজিদে সোলার প্যানেল স্থাপন ও উন্নয়ন। ২০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫৯ ৬ রংপুর শাহ আরফিনের মাজার উন্নয়ন। ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬০ ৬ হাসাউরা মঙ্গলকাটা এল.জি.ই.ডি রাস্তা হতে রংপুর মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত ও পাকা করন। ৬,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬১ ৮ সুলেমানপুর দক্ষিণ সাইটে ১টি কালভার্ট স্থাপন। ২,৬০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬২ ৮ ৮নং ওয়ার্ডে ২০টি নলকূপ স্থাপন। ৩,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬৩ ৮ ৮নং ওয়ার্ডে ৩০০টি স্যানিটারী ল্যাট্রিন বিতরন। ১,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬৪ ৯ কান্দিছমেদ নগর নুর ইসলাম এর জমিনের পাশে একটি কালভার্ট নির্মান। ২,০০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬৫ ৯ বনগাঁও ভক্তের গাঁও রাস্তার ভাঙ্গায় আবুলের বাড়ির পাশে একটি কালভার্ট নির্মান। ৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৬৬ ৯ কান্দি ছমাদ নগর জামে মসজিদের সামনে ভাঙ্গায় মাটি ভরাট। ৫০,০০০/- ২০২০-২০২১ অর্থ বছর
৫। র্পূবরে ৩ বৎসররে সম্পদরে যোগান এবং পরর্বতী ৫ বৎসররে অনুমতি সম্পদরে যোগান (১-২ পৃষ্ঠা)
পূর্ববর্তী ৩ বছরে প্রাপ্ত সম্পদের বিবরণ
ক্রমিক সম্পদ প্রাপ্তীর খাত/ প্রকল্প কার্যালয়/ সংস্থা / বিভাগ/ মন্ত্রণালয় অর্থ বছর মন্তব্য
২০১৩-২০১৪ ২০১৪-২০১৫ ২০১৫-২০১৬
১ কাবিখা উপজেলা পরিষদ ৫,৫৮,০২৯/- ৯,৩৫,০০০/- ১২,৪৭,৭৮৯/-
২ কাবিটা উপজেলা পরিষদ ৩,০৭,৪২১/- ০০ ১,৮৫,৮৯০/-
৩ টিআর উপজেলা পরিষদ ৭,৮০,০০০/- ৬,৭৩,২৬৫/- ৭,২৫,৩৩৩/-
৩ কর্মসৃজন উপজেলা পরিষদ ১৯,৬০,০০০/- ২১,৮৪,০০০/- ২৩,২৮,০০০/-
এডিপি উপজেলা পরিষদ ৯,,৭৪,৫০০/- ০০ ৫,৮০,০০০/-
৪ এলজিএসপি-২ স্থানীয় সরকার বিভাগ ২৩,৮০,০৮২/- ১৭,৬৮,৮৪৫/- ১৫,১৯,২৬৯/-
৫ ইউপিজিপি স্থানীয় সরকার বিভাগ ৮,৭৪,৯০৬/- ৫,০০,৩৬৫/- ২,৮১,৬৮৪
৬ শরিক হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন ২,৫০,০০০/- ০০ ৮,০০,০০০/-
৭ স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% উপজেলা পরিষদ ১,৭৪,০০০/- ১,৪০,৩০০/- ২,৬১,২১৮/-
৮ অন্যান্য ৬৯,৮০০/- ১,০৮,১৫০/- ১,৪৩,৪৪০/-
মোট ৮৩,৫৫,৭৩৮ ৬৩,০৯,৯২৫ ৮০,৭২,৬৫০
পরবর্তী ৫ বছরে সম্ভাব্য/অনুমিত সম্পদের যোগান
ক্রমিক সম্পদ প্রাপ্তীর খাত/ প্রকল্প কার্যালয়/ সংস্থা / বিভাগ/ মন্ত্রণালয় অর্থ বছর মন্তব্য
২০১৬-২০১৭ ২০১৭-২০১৮ ২০১৮-২০১৯ ২০২০-২০২১ ২০২১-২০২২
১ কাবিখা উপজেলা পরিষদ ১৩,০০,০০০/- ১৪,০০,০০০/- ১৫,৫০,০০০/- ১৬,৫০,০০০/- ১৮,০০,০০০/-
২ কাবিটা উপজেলা পরিষদ ৩,৯০,০০০/- ৪,৫০,০০০/- ৫,৫০,০০০/- ৭,০০,০০০/- ৮,০০,০০০/-
৩ টিআর উপজেলা পরিষদ ১০,০০,০০০/- ১১,০০,০০০/- ১২,০০,০০০/- ১৫,০০,০০০/- ১৬,০০,০০০/-
৪ কর্মসৃজন উপজেলা পরিষদ ২৩,২৮,০০০/- ২৫,০০,০০০/- ২৭,০০,০০০/- ২৮,০০,০০০/- ২৯,০০,০০০/-
এডিপি উপজেলা পরিষদ ৭,৫০,০০০/- ১০,০০,০০০/- ১৫,০০,০০০/- ১৬,০০,০০০/- ১৭,০০,০০০/-
এলজিএসপি-২ স্থানীয় সরকার বিভাগ ১৬,৫০,০০০/- ১৮,৫০,০০০/- ১৯,৫০,০০০/- ২০,০০,০০০/- ২১,০০,০০০/-
ইউপিজিপি স্থানীয় সরকার বিভাগ ৪,৮০,০০০/- ৫,০০,০০০/- ৬,০০,০০০/- ৭,০০,০০০/- ৮,০০,০০০/-
১০ শরিক হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন ২,০০,০০০/- ০০ ০০ ০০ ০০
১১ স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% উপজেলা পরিষদ ৩,৬০,০০০/- ৪,৫০,০০০/- ৫,০০,০০০/- ৬,০০,০০০/- ৭,০০,০০০/-
১২ অন্যান্য ২,৪০,০০০/- ৩,০০,০০০/- ৩,৫০,০০০/- ৪,০০,০০০/- ৫,০০,০০০/-
১৩ মোট ৮৬,৯৮,০০০/- ৯৫,৫০,০০০/- ১,০৯,০০,০০০/- ১,১৯,৫০,০০০/- ১,২৯,০০,০০০/-
পরিশিষ্টঃ
১) পরিশিষ্ট-১ঃ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট (ইউনিয়ন পরিষদ তৈরি করবে।)
২) পরিশিষ্ট-২ঃ ইউনিয়ন পরিষদের কার্যবলী (স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে)
৩) পরিশিষ্ট-৩ঃ ইউনিয়ন পরিষদ আদর্শ কর তপশিল ২০১৩
৪) পরিশিষ্ট-৪ঃ ইউনিয়ন পরিষদ উন্নয়ন বিধিমালা ২০১৩
৫) পরিশিষ্ট-৫ঃ ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন বিষয়ে বিধি-বিধান সমূহ
৬) পরিশিষ্ট-৬ঃ ইউনিয়ন পরিষদের পরিকল্পনা কমিটি এবং নকল স্থায়ী কমিটি
৭) পরিশিষ্ট-৭ঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দের ছবিসহ তালিকা
পরিশিষ্ট-১
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ
সুনামগঞ্জ সদর , সুনামগঞ্জ।
বার্ষিক বাজেট, অর্থ বৎসর-২০১৬-২০১৭ খ্রিঃ
এলজিডি আইডি-৬৯০৮৯৭২
খাতের নাম অনুমোধিত বাজেট ২০১৬-২০১৭ খ্রিঃ চলতি অর্থবছরের সংশোধিত বাজেট (টাকা) অর্থ বছর
২০১৫-২০১৬খ্রিঃ পূর্ববর্তী অর্থবছরের প্রকৃত (টাকা) অর্থবছর
২০১৪-২০১৫
নিজস্ব তহবিল অন্যান্য তহবিল মোট
১ ২ ৩ ৪ ৫ ৬
প্রারম্ভিক জের:
হাতে নগদ
ব্যাংক জমা ৭৭,৫৫৭/- - ৭৭,৫৫৭/- ২,৮৬,৭৬৯/- ৫,২১,৫৮০/-
মোট প্রারম্ভিক জের ৭৭,৫৫৭/- - ৭৭,৫৫৭/- ২,৮৬,৭৬৯/- ৫,২১,৫৮০/-
প্রাপ্তি:
কর আদায় ৭,০০,১১৭/- - ৭,০০,১১৭/- ৫,৮৫,৭৭৩/- ৫৯,২৩৫/-
পরিষদ কর্তৃক লাইসেন্স ও পারমিট ফিস ৬০০০/- - ৬০০০/- ৬,০০০/- --
ইজারা বাবদ প্রাপ্তি - - - --
অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ফিস ১,০০০/- - ১,০০০/- ১,০০০/- --
সম্পত্তি থেকে আয় - - - - --
সংস্থাপন কাজে সরকারি অনুদান - ৬,২৩,২৫২.৫০ ৬,২৩,২৫২.৫০ ৪,৬৫,০৯৪/- ৪,৫৮,৫৯২/-
স্থাবর সম্পত্তি হস্তান্তর ১%অর্থ ৩,০০,০০০/- - ৩,০০,০০০/- ২,০০,০০০/- ৩,১১,১৮০/-
সরকারি সুত্রে অনুদান - ৪৫,০০,০০০/- ৪৫,০০,০০০/- ৪২,০০,০০০/- ৫৪,৭১,৭৬৫/-
সরকারি থোক বরাদ্দ - ২১,০০,০০০/- ২১,০০,০০০/- ১৯,৩১,৩৭৩/- ১৭,৬৮,৮৪৫/-
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসুত্রে প্রাপ্তি - - - -
অন্যান্য প্রাপ্তি ৩,০০,০০০/ ১২,০০,০০০/ ১৫,০০,০০০/- ১২,৪২,০০০/- ৯,৮৪,৮১৯/-
মোট প্রাপ্তি ১৩,৮৪,৬৭৪/- ৮৪,২৩,২৫২/- ৯৮,০৭,৯২৬/- ৮৯,১৮,০০৯/- ৯৫,৭৬,০১৬/-
ব্যয়:
সংস্থাপন ব্যয়:
চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ১,৭৪,৩০০/- ১,৫৫,৭০০/- ৩,৩০,০০০/- ৩,৩০,০০০/- ১,৫৫,৭০০/-
কর্মচারী কর্মকর্তাদের বেতন,ভাতা ২,৯৭,৭১৭/- ৪,৬৭,৫৫২/৫০ ৭,৬৫,২৭০/- ৪,০৭,২৯৮/- ৪,৯৬,২৭২/-
কর আদায় বাবদ ব্যয় ১,৪০,০২৩/- - ১,৪০,০২৩/- ১,১৭,১৫৪/- ১১,৮৪৭/-
প্রিন্টিং এবং স্টেশনারী ৬০,০০০/- - ৬০,০০০/- ৭৫,০০০/- ৩৮,৯০৬/-
ডাক ও তার -
বিদ্যুৎ বিল -
অফিস রক্ষণাবেক্ষণ ৭০,০০০/- ৭০,০০০/- ৮০,০০০/-
অন্যান্য ব্যয় ২৫,০০০/-
উন্নয়নমূলক ব্যয়:
কৃষি প্রকল্প ৫,০০,০০০/- ৫,০০,০০০/- ১০,০০,০০০/- --
স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ৫০,০০০/- ২৫,০০,০০০/- ২৫,৫০,০০০/- ২১,৯০,০০০/- ১৩,৪৫,০০০/-
রাস্তা নির্মাণ ও মেরামত ৭০,০০০/- ৩২,০০,০০০/- ৩২,৭০,০০০/- ২১,০১,০০০/- ৩৮,৫৯,০৬৫/-
গৃহনির্মাণ ও মেরামত ৫০,০০০/- ২,০০,০০০/- ২,৫০,০০০/- ২,০০,০০০/- --
শিক্ষা কর্মসূচী ৮০,০০০/- ৭,০০,০০০/- ৭,৮০,০০০/- ৮,০০,০০০/- ১,০০,০০০/-
সেচ ও খাল - ৩,০০,০০০/- ৩,০০,০০০/- ৩,০০,০০০/- --
অন্যান্য ২,৭৭,২৪৪/- ৪,০০,০০০/- ৬,৭৭,২৪৪/- ১২,১৫,০০০/- ৮৯,৯৭২/-
মোট ব্যয়: ১২,৬৯,২৮৪/- ৮৪,২৩,২৫২/- ৯৬,৯২,৫৩৬/- ৮৮,৪০,৪৫২/- ৭২,২৪,০৪৮/-
সমাপনী জের: ১,১৫,৩৯০/- ৭৭,৫৫৭/- ২৩,৫১,৯৬৮/-
পরিশিষ্ট-২ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলী ঃ
(ক) প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি;
(খ) জনশৃঙ্খলা রক্ষা;
(গ) জনকল্যাণমূলক কার্য স¤পর্কিত সেবা; এবং
(ঘ) স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন স¤পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন । - ৪৭। (১)
ইউনিয়ন পরিষদের কার্যাবলি ঃ
১। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি।
২। পল্ল¬ী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
৩। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম স¤পর্কিত
৪। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন ।
৫। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
৬। মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
৭। কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।
৮। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।
৯। খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রম প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান।
১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
১১। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
১২। জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।
১৩। সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।
১৪। ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারি স্থানে বাতি জ্বালানো।
১৫। বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।
১৬। কবরস্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।
১৭। জনপথ, রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণ বন্ধ করা।
১৮। জনপথ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।
১৯। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।
২০। অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।
২১। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ।
২২। ইউনিয়নে নতুন বাড়ি, দালান নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ।
২৩। কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।
২৪। খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।
২৫। খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৭। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৮। আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৯। আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
৩০। অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তা প্রদান।
৩১। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।
৩২। সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।
৩৩। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ।
৩৪। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।
৩৫। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।
৩৬। ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
৩৭। ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিতকরণ।
৩৮। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।
৩৯। সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলি।
পরিশিষ্ট-৩
ইউনিয়নের আদর্শ কর তপশিল, ২০১২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়
স্থানীয় সরকার বিভাগ
প্রজ্ঞাপন
তারিখ ১৯ আশ্বিন,১৪১৯ বঙ্গাব্দ/০৪/১০/২০১২ খ্রীস্টাব্দ
এস আর ও নং ৩৩৯-আইন-২০১২।- যেহেতু স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, (২০০৯ এবং ২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ৬৬ এ সরকার কর্তৃক প্রাক প্রকাশনার মাধ্যমে ইউনিয়ন পরিষদের জন্য আদর্শ কর তফসিল প্রণয়নের বিধান রহিয়াছে;
সেহেতু সরকার, সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে, ইউনিয়ন পরিষদের জন্য নি¤œরুপ আদর্শ কর তফসিল প্রাক প্রকাশ করিল, এবং ইহা সম্পর্কে কোন ব্যাক্তির কোন আপত্তি বা পরামর্শ থাকিলে, উহা এই প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশিত হইবার তিন মাসের মধ্যে লিখিত ভাবে নি¤œস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করিতে পারিবেন, যথা:-
১। শিরোনাম ও প্রয়োগ।-(১) এই কর তফসিল ‘ ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল, ২০১২” নামে অভিহিত হইবে।
(২) ইহা দেশের সকল ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য হইবে।
২। সংজ্ঞা।-বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই তফসিলেÑ
(ক) “আইন” অর্থ স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬১ নং আইন)
(খ) “ইমারত” অর্থ আইনের ধারা ২(৪) এ সংজ্ঞায়িত ইমারত;
(গ) “ পরিষদ” অর্থ আইনের ধারা ২(৩১) এ সংজ্ঞায়িত পরিষদ।
৩। ইমারত বা ভূমির উপর কর।- কোন পরিষদের এলাকা ভূক্ত কোন ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের শতকরা ৭ টাকার অধিক হারে কর আরোপ করা যাইবে না।
৪। ইমারত নির্মাণ ও পূনঃনির্মাণের উপর কর।-(১) নি¤œবর্নিত টেবিলের কলাম ২ এ উল্লেখিত ইমারত নির্মাণ বা পূনঃনির্মাণের ক্ষেত্রে কলাম ৩ এ উল্লেখিত হারের অধিক হারে কর আরোপ করা যাইবে না, যথাঃ-
টেবিল
ক্রমিক নং ইমারতের বিবরণ শতকরা করের হার (টাকা)
১ ২ ৩
১ (ক) বসবাস বা ধর্মীয় উদ্দেশ্য ব্যাতীত অন্য যেকোন উদ্দেশ্যেঅস্থায়ী কাঠামো ২০.০০
(খ) বসবাসের উদ্দেশ্যে এবং পাঁচ হাজার টাকার অধিক মূল্য বিশিষ্ট কাঁচাঘর ২৫.০০
(গ) বসবাসের উদ্দেশ্যে ব্যাতীত প্রতিটি কাঁচাঘর ৩০.০০
(ঘ) আধাপাকা ইমারতের জন্য
(অ) মেঝের পরিমান ১ হইতে ১২০০ বর্গফুট পর্যন্ত ৫০.০০
(আ) মেঝের পরিমান ১২০১ হইতে ১৫০০ বর্গফুট পর্যন্ত ৭৫.০০
(ই) মেঝের পরিমান ১৫০১ বর্গফুটের উর্ধ্বে‘ ১৫০.০০
(ঙ) পাকা ইমারতের জন্য
(অ) মেঝের পরিমান ১ হইতে ১০০০ বর্গফুট পর্যন্ত ১৫০.০০
(আ) মেঝের পরিমান ১০০১ হইতে ১৫০০ বর্গফুট পর্যন্ত ২৫০.০০
(ই) মেঝের পরিমান ১৫০১ হইতে ২০০০ বর্গফুট পর্যন্ত ৩০০.০০
(ঈ) মেঝের পরিমান ২০০০ বর্গফুটের উর্ধ্বে ৪৫০
২ প্রাকৃতিক দূযোর্গে ক্ষতিগ্রস্ত ইমারত পূনঃনির্মাণের ক্ষেত্রে কর আরোপ করা যাইবে না।
৩ ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহ্যত কোন ইমারত নির্মাণ বা পূনঃনির্মাণের ক্ষেত্রে কর আরোপ করা যাইবে না।
৪ ভিটে মাটির উপর কর।- ভিটেমাটির উপর করের হার ইমারত ও ভূমির মূল্যের শতকরা ৩ (তিন) ভাগের অধিক হইবে না।
৫ ব্যবসা বৃত্তি বা পেশার উপর কর।- পরিষদ এলাকায় পরিচালিত নি¤œবর্ণিত টেবিলের কলাম ২ এ উল্লেখিত ব্যবসা, বৃত্তি, পেশা বা শিল্প প্রতিষ্ঠানের উপর কলাম ৩ এ উল্লেখিত হারের অধিক হারে কর আরোপ করা যাইবে না, যথাঃ-
টেবিল
ক্রমিক নং ব্যবসা, বৃত্তি, পেশা বা শিল্প প্রতিষ্ঠানের শ্রেণী সর্বোচ্চ বাৎসরিক করের পরিমান (টাকা)
১ ২ ৩
(ক) গুদাম (লিমিটেড কোম্পানী ব্যাতীত) ঃ
(১) মূলধন ১ লক্ষ টাকা পর্যন্ত ৫০০.০০
(২) মূলধন ১ লক্ষ টাকা হইতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ১০০০.০০
(৩) মূলধন ৫ লক্ষ টাকা হইতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ১৫০০.০০
(৪) মূলধন ১০ লক্ষ টাকার উর্ধ্বে ২০০০.০০
(খ) হিমাগার (লিমিটেড কোম্পানী ব্যাতীত) ঃ
(১) মূলধন ১ লক্ষ টাকা পর্যন্ত ৪০০.০০
(২) মূলধন ১ লক্ষ টাকা হইতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৮০০.০০
(৩) মূলধন ৫ লক্ষ টাকা হইতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ১২০০.০০
(৪) মূলধন ১০ লক্ষ টাকার উর্ধ্বে ২০০০.০০
(গ) ক্ষুদ্র ও কুটির শিল্প (লিমিটেড কোম্পানী ব্যাতীত) ঃ
(১) মূলধন ১০ হাজার টাকা পর্যন্ত ৫০.০০
(২) মূলধন ১০ হাজার টাকা হইতে ২৫ হাজার টাকা পর্যন্ত ১০০.০০
(৩) মূলধন ২৫ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা পর্যন্ত ২০০.০০
(৪) মূলধন ৫০ হাজার টাকার উর্ধ্বে ৩০০.০০
(ঘ) শিল্প কারখানা (লিমিটেড কোম্পানী ) ঃ
(১) পরিশোধিত মূলধন ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৫০০০.০০
(২) পরিশোধিত মূলধন ৫০ লক্ষ টাকা হইতে ১ কোটি টাকা পর্যন্ত ১০০০০.০০
(৩) পরিশোধিত মূলধন ১ কোট টাকা হইতে ৫ কোটি টাকা পর্যন্ত ২৫০০০.০০
(৪) পরিশোধিত মূলধন ৫ কোটি টাকার উর্ধ্বে ৪০০০০.০০
(ঙ) কৃষি খামার, দুগ্ধ খামার, হাঁস-মুরগীর খামার, মৎস্য খামার, গবাদী পশুর খামার ইত্যাদি (লিমিটেড কোম্পানী ব্যাতীত) ঃ
(১) মূলধন ৫০ হাজার টাকা পর্যন্ত ৫০.০০
(২) মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লক্ষ টাকা পর্যন্ত ১০০.০০
(৩) মূলধন ১ লক্ষ টাকা হইতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ১৫০.০০
(৪) মূলধন ৩ লক্ষ টাকা হইতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ২৫০.০০
(৫) মূলধন ১০ লক্ষ টাকার উর্ধ্বে ১০০০.০০
(চ) ধান ভাঙ্গানো কল, আটা বা ময়দার কল বা মিল, তেলের কল (লিমিটেড কোম্পানী ব্যাতীত) ঃ
(১) মূলধন ৫০ হাজার টাকা পর্যন্ত ১০০.০০
(২) মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লক্ষ টাকা পর্যন্ত ২০০.০০
(৩) মূলধন ১ লক্ষ টাকা হইতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ২৫০.০০
(৪) মূলধন ৩ লক্ষ টাকা হইতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৪০০.০০
(৫) মূলধন ৫ লক্ষ টাকার অধিক ১০০০.০০
(ছ) স’ মিল, বিদ্যুৎ চালিত অন্যান্য মিল (লিমিটেড কোম্পানী ব্যাতীত) ঃ
(১) মূলধন ৫০ হাজার টাকা পর্যন্ত ১০০.০০
(২) মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লক্ষ টাকা পর্যন্ত ২০০.০০
(৩) মূলধন ১ লক্ষ টাকা হইতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ২৫০.০০
(৪) মূলধন ৩ লক্ষ টাকা হইতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৪০০.০০
(৫) মূলধন ৫ লক্ষ টাকার অধিক ১০০০.০০
(জ) ইট ভাটা বা অন্যান্য সিরামিক প্রস্তুতকারকঃ
(১) মূলধন বা পরিশোধিত মূলধন ২০ লক্ষ টাকা পর্যন্ত ৫০০০.০০
(২) মূলধন বা পরিশোধিত মূলধন ২০ লক্ষ টাকা হইতে ৪০ লক্ষ টাকা পর্যন্ত ১৫০০০.০০
(৩) মূলধন বা পরিশোধিত মূলধন ৪০ লক্ষ টাকার অধিক ৫০০০০.০০
২ (ক) সিনেমা হলঃ
(১) সাধারণ ৩০০.০০
(২) শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০.০০
(খ) বিউটি পরলার, হেয়ার ড্রেসিং সেলুনঃ
(৩) সাধারণ ১০০.০০
(৪) শীতাতপ নিয়ন্ত্রিত ২৫০.০০
(গ) লন্ড্রী
(১) সাধারন ৫০.০০
(২) অটোমেটিক মেশিনযুক্ত লন্ড্রী ২৫০.০০
(৩) লন্ড্রী শোরুম ২০০.০০
৩ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি অফিস,প্রতিষ্ঠান বা সংস্থা বা উহাদের কোন শাখা ৫০০.০০
৪ ঠিকাদারী ফার্ম বা প্রতিষ্ঠানঃ
(১) তৃতীয় শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান ১০০০.০০
(২) দ্বিতীয় শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান ২০০০.০০
(৩) প্রথম শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান ৫০০০.০০
৫ কৃষি পণ্যের আড়ত ৫০০.০০
৬ পেশা, বৃত্তি(কলিং)
(১) যেকোন ধরনের ইঞ্জিনিয়ারিং ফার্ম ৫০০০.০০
(২) কনসালটেন্সি ফার্ম ৫০০০.০০
(৩) সলিসিটর ফার্ম ৫০০০.০০
৭ আত্বকর্মে নিয়োজিত চিকিৎসক, প্রোকৌশলী, আইনজীবীঃ
(১) আয়কর যোগ্য আয় না হইবার ক্ষেত্রে ২৫০.০০
(২) আয়কর যোগ্য আয় হইবার ক্ষেত্রে ৫০০.০০
৮ আবাসিক হোটেল বা মোটেল
(১) মূলধন ৫০ হাজার টাকা পর্যন্ত ১০০.০০
(২) মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লক্ষ টাকা পর্যন্ত ২০০.০০
(৩) মূলধন ১ লক্ষ টাকা হইতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ২৫০.০০
(৪) মূলধন ৩ লক্ষ টাকা হইতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৪০০.০০
(৫) মূলধন ৫ লক্ষ টাকার অধিক ২৫০০.০০
৯ রেঁস্তোরা, খাবার দোকান, মিস্টির দোকানঃ
(১) মূলধন ১০ হাজার টাকা পর্যন্ত ৫০.০০
(২) মূলধন ১০ হাজার টাকা হইতে ২০ হাজার টাকা পর্যন্ত ১০০.০০
(৩) মূলধন ২০ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা পর্যন্ত ১৫০.০০
(৪) মূলধন ৫০ হাজার টাকা উর্ধ্বে ২০০.০০
১০ দোকানদার বা ব্যবসায়ী ( খোলা জায়গায় যে সকল হকার্সগণ কেনাবেচা করেন তাহার ইহার অর্ন্তভূক্ত হইবেন না)ঃ
(১) মূলধন নির্বিশেষে যে কোন পাইকারী দোকান ১০০০.০০
(২) মূলধন ১০ হাজার টাকা পর্যন্ত ৫০.০০
(৩) মূলধন ১০ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা পর্যন্ত ১০০.০০
(৪) মূলধনের পরিমান ৫০ হাজার টাকা উর্ধ্বে ১৫০.০০
১১ ভাড়ায় চালিত যানবাহনঃ
(১) রিক্সার মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ২০.০০
(২) তিনচাকা বা দুইচাকা বিশিষ্ট যান্ত্রিক যানবাহনের মালিক/ প্রতিষ্ঠান ( প্রতিটির জন্য) ২০০.০০
(৩) টেম্পোর মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ১৫০.০০
(৪) বাস, মিনিবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ২৫০.০০
(৫) ট্রাক/কার্গোভ্যান ( প্রতিটির জন্য) ২৫০.০০
(৬) পরিবহন এজেন্সী বা পরিবহন ঠিকাদার ( প্রতিটির জন্য) ৩০০.০০
(৭) যাত্রী পরিবহনের যান্ত্রিক নৌযানের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ১০০.০০
(৮) মালামাল পরিবহনের যান্ত্রিক নৌযানের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ১৫০.০০
(৯) যাত্রী পরিবহন কারী লঞ্চ, ষ্টীমার (প্রতিটির জন্য) ২০০.০০
(১০) মালামাল পরিবহনকারী কার্গো ( প্রতিটির জন্য) ২৫০.০০
(১১) কার বা মাইক্রোবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ২০০.০০
১২ ভাড়ায় চালিত নয় এইরূপ যানবাহন
(১) রিক্সার মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ১০.০০
(২) তিনচাকা বা দুইচাকা বিশিষ্ট যান্ত্রিক যানবাহনের মালিক/ প্রতিষ্ঠান
( প্রতিটির জন্য) ৫০.০০
(৩) টেম্পোর মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ৭৫.০০
(৪) বাস, মিনিবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ১২৫.০০
(৫) ট্রাক/কার্গোভ্যান ( প্রতিটির জন্য) ১২৫.০০
(৬) যান্ত্রিক নৌযানের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ৫০.০০
(৭) লঞ্চ, ষ্টীমার (প্রতিটির জন্য) ১০০.০০
(৮) কার বা মাইক্রোবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য) ১০০.০০
১৩ বিজ্ঞাপনের উপর করঃ
(১) প্রতিবর্গফুট বা উহার অংশ বিশেষের জন্য ১০.০০
(২) আলোক সজ্জিত বিজ্ঞাপন (যথা নিউন সাইন, প্লাষ্টিক সাইন ইত্যাদি) ২০.০০
৭। সিনেমা, নাট্য প্রদশর্নী এবং অন্যান্য আমোদ প্রমোদ ও চিত্ত বিনোদনের উপর কর।-
পরিষদ এলাকায় আয়োজিত সিনেমা, নাট্য প্রদশর্নী এবং অন্যান্য আমোদ প্রমোদ ও চিত্ত বিনোদনের অনুষ্ঠানে দর্শনার্থীদের নিকট হইতে আদায়কৃত প্রবেশ মূল্যের উপর সর্বোচ্চ শতকরা ১০(দশ) টাকা হারে কর আরোপ করা যাইবেঃ
তবে শর্ত থাকে যে শিক্ষামূলক বা দাতব্য উদ্দেশ্যে আয়োজিত প্রদশর্নীর উপর কর আরোপ করা যাইবে না।
৮। বৈদতিক আলোর সুবিধার জন্য রেইট।-পরিষদ কর্তৃক রাস্তাঘাট, জনষাধারণের ব্যবহার্য স্থানে বৈদতিক আলোর সুবিধা প্রদান করা হইলে, উহাদের রক্ষনাবক্ষণ ব্যায় বাবদ ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।
৯। বিনোদন মূলক পার্ক ইত্যাদির সুবিধার উপর রেইট।-পরিষদ কর্তৃক জনসাধারণের জন্য বিনামূল্যে বিনোদন পার্ক, শিশু পার্ক. গণশৌচাগার, ইত্যাদি ব্যবহারের সুবিধা প্রদান করা হইলে, উহাদের রক্ষনাবেক্ষণ ব্যায় বাবদ ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।ুু
১০। পানি সরবরাহের উপর রেইট।- পরিষদ কর্তৃক পানি সরবরাহের সুবিধা প্রদান করা হইলে, সুবিধাপ্রাপ্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উপর ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।
১১। পয়ঃ নিষ্কাশন সুবিধার উপর রেইট।Ñ পরিষদ কর্তৃক পয়ঃ নিষ্কাশন সুবিধা প্রদান করা হইলে, সুবিধাপ্রাপ্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উপর ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ১২(বার) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।
১২। পশু জবাইয়ের উপর ফি।- ব্যাবসায়িক উদ্দেশ্যে নি¤œবর্নিত টেবিলের কলাম ২ এ উল্লেখিত জবাইকৃত পশুর উপর কলাম ৩ এ উল্লেখিত হারে ফি আরোপ করা যাইবে, যথা।-
ক্রমিক পশুর বিবরণ প্রতিটির জন্য ফি এর পরিমান (টাকা)
১ ২ ৩
(১) ছাগল বা ভেড়া ১০.০০
(২) গরু ২০.০০
(৩) মহিষ ২৫.০০
১৩। টিউটেরিয়ার স্কুল, কোচিংসেন্টার, ইত্যাদির নিবন্ধন ফি।- পরিষদ এলাকায় পরিচালিত নি¤œবর্নিত টেবিলের কলাম ২ এ উল্লেখিত টিউটেরিয়াল স্কুল, কোচিংসেন্টার, ইত্যাদির নিবন্ধন ও নিবন্ধন নবায়নের ক্ষেত্রে কলাম ৩ এ উল্লেখিত হারে ফি আরোপ করা যাইবে, যথা।-
ক্রমিক টিউটেরিয়াল স্কুল, কোচিংসেন্টারের বিবরণ নিবন্ধন / নবায়ন ফি এর সর্বোচ্চ পরিমান (টাকা)
১ ২ ৩
(১) টিউটেরিয়াল স্কুল ২০০০.০০
(২) কোচিংসেন্টার ২৫০০.০০
(৩) বেসরকারি কেজি স্কুল (বাংলা/ ইংরেজী মিডিয়াম) ৩০০০.০০
১৪। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যারামেডিকেল ইনস্টিটিউট ইত্যাদির নিবন্ধন ফি।- পরিষদ এলাকায় পরিচালিত নি¤œবর্নিত টেবিলের কলাম ২ এ উল্লেখিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যারামেডিকেল ইনস্টিটিউটের নিবন্ধন ও নিবন্ধন নবায়নের ক্ষেত্রে কলাম ৩ এ উল্লেখিত হারে ফি আরোপ করা যাইবে, যথা।-
ক্রমিক বিবরণ নিবন্ধন / নবায়ন ফি এর সর্বোচ্চ পরিমান (টাকা)
১ ২ ৩
(১) ক্লিনিক ১৫০০.০০
(২) প্যারামেডিকেল ১৫০০.০০
(৩) বেসরকারি হাসপাতাল ২৫০০.০০
তবে শর্ত থাকে যে, উক্তরূপ হাসপাতাল, ক্লিনিক, প্যারামেডিকেল ইনস্টিটিউট সম্পূর্ণ ভাবে দাতব্য প্রতিষ্ঠান হইলে পরিষদ উহাদের নিবন্ধন ফি ও নবায়ন ফি মওকুফ করিতে পারিবে।
১৫। গ্রাম পুলিশের সম্মানীর জন্য কর।- গ্রাম পুলিশের সম্মানীর জন্য ভূমি ও ইমারতের বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে কর আরোপ করা যাইবে।
১৬। বাজার কর।-পরিষদ এলাকায় হাট -বাজার ইজারা মূল্যের শতকরা ১ (এক) টাকা হারে ইজারাদারের উপর কর আরোপ করা যাইবে।
১৭। ব্যবসা, বৃত্তি বা পেশার উপর পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং পারমিটের উপর ফি।- পরিষদ এলাকায় যে কোন ধরনের ব্যবসা, বৃত্তি বা পেশা পরিচালনার জন্য লাইসেন্স বা পারমিট ফি এবং নবায়ন ফি এর পরিমান হইবে সর্বোচ্চ ২০০(দুইশত) টাকা।
১৮। পাকা ইমারত নির্মাণের অনুমোদন ফি।- পরিষদ এলাকায় পাকা ইমারত নির্মাণের পরিকল্পনা অনুমোদনের জন্য প্রতি বর্গফুটের উপর সর্বোচ্চ ১(এক) টাকা হারে ফি আরোপ করা যাইবে।
রাষ্ট্রপতি আদেশক্রমে
আবুআলম মোঃ শহিদ খান
সচিব।
পরিশিষ্ট-৪
ইউনিয়ন পরিষদ (উন্নয়ন পরিকল্পনা) বিধিমাল,২০১৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
প্রজ্ঞাপন
তারিখ,৮ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ/২১ জানুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দ
এস,আর, ও নং ১৮-ন আইন/২০১১৩ স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন ) এর ধারা ৯৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নি¤œরূপ
বিধিমালা প্রণয়ন করিল, যথা:-
১। বিধিমালার নাম।- এই বিধিমালা ইউনিয়ন পরিষদ (উন্নয়ন পরিকল্পনা) বিধিমাল, ২০১৩ নামে অভিহিত হইবে।
২। সংজ্ঞা ।-(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিল, এই বিধিমালায়Ñ
(ক) “আইন” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন);
(খ) “ইউনিয়ন পরিষদ” অর্থ আইনের ধারা ১০ এর অধীন গঠিত ইউনিয়ন পরিষদ;
(গ)“উন্নয়ন পরিকল্পনা” অর্থ পঞ্চবার্ষিক এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা;
(ঘ)“ ওয়ার্ড সভা” অর্থ আইনের ধারা ৪ এর অধীর গঠিত ওয়ার্ড সভা ;
(ঙ)“তফসিল অর্থ এই বিধিমালা তফসিল।
(চ) “পরিকল্পনা প্রণয়ন কমিটি বিধি ৬ জানুরায়ী গঠিত ।
(ছ) “প্রকল্প” অর্থ ইউনিয়ন পরিষদ কর্তৃক উন্নয়ন পরিকল্পনা ভিত্তিতে গৃহিত উন্নয়ন প্রকল্প;
(জ) “স্থায়ী কমিটি” অর্থ আইনের ধারা ২(৪৮) এ সংজ্ঞায়িত স্থায়ী কমিটি।
(২) এই বিধিমালা যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই ,যে সকল শব্দ ও অভিব্যক্তি আইন যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রয়োজ্য হইবে।
(৩) উন্নয়ন পরিকল্পনা ।-(১) ইউনিয়ন পরিষদ উহার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করিবে।
(২) ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণক্রমে প্রতি বৎসর উহার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করিবে।
(৩) ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে যে সকল প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করিয়াছে এবং যে ধরনের প্রকল্পের জনগণের চাহিদা রহিয়াছে, সে সকল প্রকল্প অগ্রাধিকারের ক্রমানুসারে উন্নয়ন পরিকল্পায় অন্তর্ভূক্ত করিবে।
(৪) সরকার বা জেলা পরিষদ বা উপজেলা পরিষদ কর্তৃক ইউনিয়ন পরিষদ স্থানান্তরিত প্রকল্প বা স্কীম উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভূক্ত হইবে।
(৫) ইউনিয়ন পরিষদের এলাকার মধ্যে জাতীয় পর্যায়ের যে সকল প্রকল্প বাস্তবায়নাধীন রহিয়াছে বা বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হইয়াছে বা বাস্তবায়নের প্রয়োজন রহিয়াছে, সে সকল প্রকল্প উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা যাইবে।
(৬) ইউনিয়র পর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) যে সকল বাস্তবায়নাধীন রহিয়াছে বা বাস্তবায়নের প্রস্তাব করা হইয়াছে, সে সকল প্রকল্পও উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভূক্ত করা যাইবে।
(৭) প্রতিটি প্রকল্প কোন সংস্থা কর্তৃক বাস্তবায়িত হইবে উহা উন্নয়ন পরিকল্পনায় উল্লেখ করিতে হইবে।
(৮) সরকারের র্দীঘমেয়াদী পরিকল্পনা ও পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখ করিতে হইবে।
(৯) উন্নয়ন পরিকল্পনায় ভৌত অবকাঠামো,সেবা , সামাজিক উন্নয়ন ,বেসরকারি উন্নয়ন সংস্থা বা বাক্তি উদ্যোক্তাদের মাধ্যমে বাস্তবায়নযোগ্য উন্নয়ন কার্যক্রম বা প্রকল্পসমূহ পৃথকভাবে অন্তর্ভূক্ত করিতে হইবে।
(১০) উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পরিকল্পনার একটি আর্থিক প্রাক্কলন প্রস্তুুত করিতে হইবে।
৪। উন্নয়ন পরিকল্পনা সূচি।- উন্নয়ন পরিকল্পনা অন্যান্য বিষয়ের সহিত নি¤œবর্ণিত তথ্যাবলি অন্তর্র্ভূক্ত থাকিবে, যথা:-
(ক) প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনার পনিমাপযোগ্য ভৌত লক্ষ্যমাত্রা;
(খ) নির্দিষ্ট প্রকল্প,
(গ) কর্মসূচি বাস্তাবায়নে লোকবলের প্রয়োজনীয়তা এবং প্রযোজ্য ক্ষেত্রে, সরকার,উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থার নিকট হইতে প্রত্যাশিত সহযোগিতা;
(ঘ) পরিকল্পনার ও জন্য আর্থিক সম্পদের পরিমাণ এবং উহা অর্জনের প্রস্তাবিত পদ্ধতি;
(ঙ) স্থানীয় পর্যায় হইতে পাওয়া যাইবে এইরূপ অর্থ সম্পদ বা অসংঘভুক্ত শ্রমিক;
(চ) পরিকল্পনা বাস্তবায়নের বার্ষিক ক্রমপঞ্জি; এবং
(ছ) প্রকল্প সমাপ্তির পর আবর্তক ব্যয়, অর্থায়নের প্রস্তাবিত পদ্ধতি এবং রক্ষণাবেক্ষণের অন্যান্য ব্যবস্থাদি।
৫। উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময়।- (১) ৫(পাঁচ) বৎসর অন্তর পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করিয়া পরিষদের সভায় উহা অনুমোদন করিতে হইবে।
(২) সংশ্লিষ্ট অর্থ বৎসরের পূর্ববর্তী ফেব্রুয়ারি মাসে পরিকল্পনা প্রণয়ন কমিটি বার্ষিক উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রণয়ন করিয়া উহা পরীক্ষা-নিরীক্ষার জন্য ওয়ার্ড সভায় প্রেরণ করিবে এবং ওয়ার্ড সভার মতামতের ভিত্তিতে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে খসড়া চূড়ান্ত করিতে হইবে।
(৩) ৩১ মার্চের মধ্যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা খসড়া পরিষদেও সভায় উপস্থাপন করিতে হইবে এবং পরিষদ সংশোধনসহ বা সংশোধেন ব্যতীত উহা অনুমোদন করিবে।
(৪) পরিকল্পনা যে কোনো সংশোধেনী বা অন্তর্ভূক্তি ক্ষেত্রে পরিষদের অনুমোদন প্রয়োজন হইবে।
(৬) পরিকল্পনা প্রণয়ন কমিটি গঠন ও উহার কার্যপদ্ধতি।- (১) উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে নি¤œবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পরিকল্পনা প্রণয়ন কমিটি থাকিবে, যথা:-
(ক) পরিষদ কর্তৃক মনোনীত একজন সদস্য ,যিনি ইহার আহ্বায়কও হইবেন;
(খ) পরিষদের সচিব,যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; এবং
(গ) পরিষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
(২) পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিকল্পনা কমিটি নি¤œবর্ধিত কার্যপদ্ধতি অনুসরণ করিবে, যথা:-
(ক) ওয়ার্ড সভার মাধ্যমে জনসংযোগ ও জনসাধারনের মতামত গ্রহণ :
(খ) প্রকল্প চিহ্নিতকরণ ওকারিগরি বিশ্লেষণ;
(গ) তালিকা প্রণয়ন ও অগ্রাধিকার নির্ণয়;
(ঘ) স্থায়ী কমিটির নিকট হইতে বিভাগীয় বা সেক্টরভিত্তিক ধারণা, দৃষ্টিভঙ্গি ও প্রকল্প প্রস্তাব গ্রহণ।
(৩) তালিকা প্রণয়ন ও অগ্রাধিকার নির্ণয়ের ক্ষেত্রে স্থানীয় উন্নয়নমূলক সেবা ওঅর্থনৈতিক কার্যক্রমের চাহিদা বা সামাজিক সমস্যা বা স্থানীয় দাবীসমূহ বিবেচনা করিতে হইবে।
(৪) ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সরকারি বিভাগ বা দপ্তরের মাধ্যমে যে সকল প্রকল্প বা কার্যক্রম বাস্তবায়নাধীন রহিয়াছে এবং বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হইয়াছে সে সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কমিটি বিস্তারিত তথ্য সংগ্রহ করিবে এবং বেসরকারি সংস্থা(এনজিও) স্থানীয়ভাবে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করিতেছে সে সম্পর্কেও তথ্যাবলি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের প্রাক্কলে কমিটি বিবেচনা করিবে।
৭। উনয়ন পরিকল্পনা রেজিস্টার সংরক্ষণ ও ব্যবহার ।-(১) উন্নয়ন পরিকল্পপনা সম্পর্কে তফসিলের নমুনা অনুযায়ী একটি রেজিস্টার সংরক্ষণ করিতে হইবে , যাহা উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার নামে অভিহিত হইবে।
(২) পরিষদের নিজস্ব অর্থ ব্যয়ে কোনো প্রকল্প বা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা রেজিস্টারে অন্তর্ভূক্ত প্রকল্প বা কার্যক্রম হইতে প্রকল্প বা কার্যক্রম গ্রহণ করিতে হইতে এবং উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার অন্তর্ভূক্ত নাই এমন কোনো প্রকল্প বা কার্যক্রম গ্রহণ করা যাইবে না।
(৩) জরুরীভিত্তিতে বিশেষতঃ দুর্যোগ মোকাবিলার নিমিত্ত জনগুরুত্বপূর্ণ কোনো কার্যক্রম গ্রহণ করিতে হইলে, সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সুপারিশ ও পরিষদের অনুমোদনক্রমে, উক্ত কাযর্যক্রম উন্নয়ন পরিকল্পনা রেজিস্টারে তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্ত করা যাইবে।
(৪) উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার অবকাঠামো, যেমন- সড়ক, পুল,কালর্ভাট, নদী,খাল,বিল এবং ভবনাদি নির্মাণ বা সংস্কার ইত্যাদির জন্য মানচিত্রের ব্যবহার করিতে হইবে।
(৫) ইউয়িন পরিষদের নিজস্ব অর্থ ব্যয়ে উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার হইতে প্রকল্প গ্রহণ বা কার্যক্রম বাছাইয়ের জন্য নি¤œরূপ সদস্য সমম্বয়ে একটি কমিটি থাকিবে, যথাঃ-
(ক) ইউনিয়র পরিষদের চেয়ারম্যান,যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) ইউনিয়ন পরিষদের সচিব ,যিনি ইহার সদস্য-সচিবও হইবে;
(গ) ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
(৬) প্রকল্প বা কার্যক্রম বাছাইয়ের ক্ষেত্রে নি¤œরূপ খাতভিত্তিক বিভাজন অনুসরণ করা যাইবে, যথা:-
খাতসমূহ বরাদ্দ
সর্বনি¤œ পরিমাণ সর্বোচ্চ পরিমাণ
১। কৃষি ও ক্ষুদ্র সেচ ঃ
(ক) কৃষি ও সেচঃ নিবিড় শস্য কর্মসূচি,প্রদর্শনী খামার, বীজ সরবরাহ,পরিপর্শ্বিক বৃক্ষরোপণসহ সামাজিক বনায়ন ,ফলমূল ও শাকসবজি চাষ,জলনিষ্কাশন ও সেচ ব্যবস্থা,ছোট ছোট বন্যা নিরোধক বাঁধ এবং সেচ কাঠামো নির্মাণ। ১০% ১৫%
(খ) মৎস্য ও পশু সম্পদঃ পুকুর খনন,মজাপুকুর সংস্কার,গ্রামীণ মৎস্য খামার,হাঁস মুরগী ও গবাদি পশুর উন্নয়ন। ৫% ১৫%
(গ) ক্ষুদ্র ও কুটির শিল্পঃ ক্ষুদ্র ওকুটির শিল্প ওয়ার্কশপ কর্মসূচি দক্ষতা উন্নয়ন,প্রশিক্ষণ ওসম্প্রসারণ, আয় বর্ধক কর্মতৎপরতা ইত্যাদি । ৫% ৭%
২। বস্তÍগত অবকাঠামোঃ
(ক) পরিবহণ ও যোগাযোগঃ রাস্তা নির্মাণ,পল্লী পূর্ত কর্মসূচি ,ছোট চোট সেতু ,কালভার্ট নির্মাণ, পুনঃ নির্মাণ ও উন্নয়ন। ১২% ২০%
(খ) গৃহ নির্মাণ ও ব¯গত পরিকল্পনাঃ হাট বাজার গুদামজাতকরণের সুযোগ-সুবিধা,কমিউনিটি সেন্টার। ৫% ৭%
(গ) জনস্বাস্থ্যঃ পল্লী জল সরবাহের ব্যবস্থা,স্বল্প ব্যয়ে পায়খানা নির্মাণ,প্রভূতি ১৫% ২০%
৩।আর্থ সামাজিক অবকাঠামোঃ
(ক) শিক্ষার উন্নয়নঃ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেণিকক্ষ,খেলার মাঠ, শিক্ষার উপকরণ উন্নয়ন ও সরবরাহ। ৭% ১৫%
(খ) স্বাস্থ্য ও সমাজকল্যাণঃ স্বাস্থ্যগত পরিচ্ছন্নতা ও পরিবার পরিকল্পনা ,প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ইপিআই কর্মসূচি,যুবক ও মহিলা কল্যাণসহ সমাজ কল্যাণমূলক কর্মকান্ড। ১০% ২০%
(গ) ক্রীড়া ও সংস্কৃতিঃ খেলাধুলা,ক্রীড়া ,সাংস্কৃতিক তৎপরতা শিশুদের শারীরিক,মানসিক ও সাংস্কৃতিক উন্নয়ন ১০% ২০%
(ঘ) বিবিধঃ জন্ম মৃত্যুও রেজিস্ট্রিকরণ সংক্রান্ত কার্য,দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য(প্রয়োজনবোধে ইউনিয়ন জরীপ ও উনয়নমূলক কার্য ব্যয় হিসাবে ১% অর্থ এই খাত হইতে ব্যবহার করা যাইবে। ১০% ২০%
(৭) উন্নয়ন পরিকল্পনা রেজিস্টাওে অন্তর্ভূক্ত থাকা সত্ত্বেও নি¤œবর্নিত খাতে পরিষদ নিজস্ব অর্থে ব্যয় বা সরকারের অর্থ ব্যয়ে কোনো প্রকল্প বা কার্যক্রম গ্রহণ বা বাস্তবায়ন করিতে পারিবে না,যথাঃ-
(ক) সরকারের কোনো বিভাগে বকেয়া পরিশোধের জন্য ব্যয়,মেন-বকেয়া বেতন বা অন্য কোনো ঘাটতি বা পাওয়া পরিশোধ;
(খ) সরকারের সংরক্ষিত বিষয়ের কার্যক্রমের অর্থ ব্যয়:
(গ) পরিষদের রেভিনিউ খাতে অর্থ ব্যয়:
(ঘ) ব্যয়বহুল সাজ-সরঞ্জাম,আসবাবপত্র বা বিলাস দ্রব্য ক্রয়;
(ঙ) টেলিফোন স্থাপন,ভ’মি উন্নয়ন কর,পৌর কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করা ;
(চ) কোনো কর্মচারী নিয়োগ বা ভাতা পরিশোধ;
(ছ) দিবস উদযাপন, সপ্তাহ পালন, মেলা বা প্রদর্শনী অনুষ্ঠার;
(জ) ক্যাফেটেরিয়া বা রেস্তোরাঁ নির্মাণ;
(ঞ) টেনিস খেলার মাঠ নির্মাণ;
(ট) নতুন স্কুল, কলেজ বা মাদ্রাসা স্থাপন;
(ঠ) কোনো ক্লাব বা সমিতি ভবন নির্মাণ:
(ড) কিন্ডার গার্টেন স্কুল স্থাপন;
(ঢ) অফিস চত্বর সুন্দরকরণ।
৮। উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন।- ইউনিয়ন পরিয়স প্রতি বৎসর উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন করিবে এবং প্রয়োজনে, সংশোধন করিবে।
৯। সরকারের অনুমোদন ।- ইউনিয়ন পরিষদ কর্তৃক সরকারের পক্ষ হইতে অনুদান আর্থিক অথবা কারিগরী সহযোগিতা প্রয়োজন হইলে,ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা উহা অন্তর্ভূক্তকরণের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনুমোদনের জন্য সরকারের নিকট দাখিল করিবে।
১০। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন।- উন্নয়ন পরিকল্পনা যে সকল বিষয় বাস্তবায়নের জন্য বিধি ৯ অনুযায়ী সরকারের অনুমোদন প্রয়োজন হইবে, সে সকল ক্ষেত্রে সরকারের অনুমোদন ও বাজেট না পাওয়া পর্যন্ত উহা বাস্তবায়ন করা যাইবে না
১১। রহিতকরণ ও হেফাজত।Ñ টহরড়হ পড়ঁহপরষং(উবাবষড়ঢ়সবহঃ ঢ়ষধহং) জঁষবং,১৯৬০ এতদ্বারা রহিত করা হইল
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত জঁষব এর অধীন ৃত কার্য বা গৃহিত ব্যবস্থা এই বিধিমালার অধীর কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গন্য হইবে।
তফসিল
[বিধি ৭(১) দ্রষ্টব্য]
উন্নয়ন পরিকল্পনা রেজিস্টারের নমুনা
জাতীয় প্রকল্প ইউনিয়ন পরিষদের প্রকল্প ব্যক্তি বা বেসরকারি উদ্যোক্তা প্রকল্প অন্যান্য প্রকল্প
জাতীয় পরিকল্পনা খাত-ভিত্তিক ন্থানীয় অংশ যাহা বিভিন্ন্ সরকারি সংস্থার অধীনে বিভাজ্য অংশ হিসাবে জেলা ,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যস্ত বায়নযোগ্য ইউনিয়ন পরিষদের নিজস্ব প্রকল্পসমূহ শিল্প ও বাণিজ্যিক উদ্যোগ/ প্রকল্প জাতীয় সংসদ সদস্যদের অগ্রাধিকার প্রকল্প
উপজেলা পরিষদের প্রকল্পসমূহ ব্যাংকিং/ঋণ কার্যক্রম
ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পসমূহ পৌরসভার প্রকল্পসমূহ এনজিও এর প্রকল্প সরকারের বিশেষ কোন প্রকল্প
জেলা পরিষদের প্রকল্পসমূহ
রাষ্ট্রপতির আদেশক্রমে
আবু আলম মোঃ শহিদ খান
সচিব।
পরিশিষ্ট-৬
ইউনিয়ন স্ট্যন্ডিং কমিটি
ক) অর্থ ও সংস্থাপন ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ আমীর আলী মৃত ইছাক আলী বিরামপুর সদস্য, ০৪নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব আব্দুল কদ্দুছ মৃত আজমান আলী বিরামপুর গন্যমান্য সদস্য
০৩ জনাব আশ্বাব উদ্দিন মনফর আলী বিরামপুর গন্যমান্য সদস্য
০৪ বেগম সুরাইয়া মৃত আঃ রশিদ বিরামপুর গন্যমান্য সদস্য
০৫ আবুবক্কর ছিদ্দিক ছাদক আলী বিরামপুর গন্যমান্য সদস্য
খ) হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ জহুরুল হক মৃত আকরাম আলী রঙ্গারচর সদস্য, ০২নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব আলীম উদ্দিন মৃত ফিরিজ আলী হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৩ বেগম মস্তুরা তাজুদ আলী হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৪ মস্তফা কামাল মৃত ছুরত আলী ছমেদনগর গন্যমান্য সদস্য
০৫ নুরুল হক আবুল কালাম রঙ্গারচর গন্যমান্য সদস্য
গ) কর নিরুপন ও আদায়ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ আনোয়ার হোসেন বাবুল তালুকদার মৃত মোঃ আঃ লতিফ তাং ছমেদ নগর সদস্য, ০৯নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব আশ্বাব আলী মৃত মবারক আলী ছমেদ নগর গন্যমান্য সদস্য
০৩ জনাব আঃ করিম মৃত রুসমত আলী ছমেদ নগর গন্যমান্য সদস্য
০৪ জনাব অদুদ মিয়া মৃত জালাল উদ্দিন শিংপুর গন্যমান্য সদস্য
০৫ বেগম হুসনা ময়না মিয়া বনগাও গন্যমান্য সদস্য
ঘ) শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ শরকত আলী নাইয়র মিয়া হরিনাপাটি সদস্য, ০৩নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব সিরাজ মিয়া মৃত আব্দুল্লা হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৩ জনাব মিজান মিয়া মৃত সুনাউল্লা হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৪ বেগম শাকিলা বেগম নাছির উদ্দিন হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৫ জনাব আঃ ছমাদ আঃ হাশিম হরিনাপাটি গন্যমান্য সদস্য
ঙ) কৃষি, মৎস্য, ও পশু স,সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ শহীদ মিয়া জহুর আলী চানপুর সদস্য, ০১নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব গোলশান মিয়া মৃত আঃ মতলিব রঙ্গারচর গন্যমান্য সদস্য
০৩ জনাব সেলিম মিয়া আঃ খালিক চাতলপাড় গন্যমান্য সদস্য
০৪ বেগম কলি বেগম মৃত উস্তার আলী রঙ্গারচর গন্যমান্য সদস্য
০৫ জনাব জাহাঙ্গির আলম সুনামগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা সদস্য
ছ) আইন-শৃংখলা রক্ষঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ আব্দুল হাই মৃত মোঃ রইছ আলী বিরামপুর ইউপি চেয়ারম্যান সভাপতি
০২ জনাব আস্কর আলী মৃত আব্দুল্লা বৃন্দাবন নগর গন্যমান্য সদস্য
০৩ বেগম তাহমিনা নুরুল হক তুহিন রঙ্গারচর গন্যমান্য সদস্য
০৪ জনাব আব্দুল আলীম মৃত মাহমদ আলী রঙ্গারচর গন্যমান্য সদস্য
০৫ জনাব মোঃ আব্দুল মান্নান মৃত আব্দুল হাসিম শাহপুর গন্যমান্য সদস্য
জ) পল্লি অবকাঠামো উন্নয়ন সংরক্ষণ ও রক্ষনাব্যক্ষন ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব হোসেন মিয়া মোঃ চান মিয়া কান্দিগাও দঃ পাঃ সদস্য, ০৬নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব নুর আলী মৃত মছদ্দর আীল চিনাউরা গন্যমান্য সদস্য
০৩ জনাব আলী নুর আঃ জলিল চিনাউরা গন্যমান্য সদস্য
০৪ জনাব কামরুল ইসলাম ছেনু মিয়া কান্দিগাও গন্যমান্য সদস্য
০৫ জনাব আলী মিয়া ইদ্রিছ আলী রংপুর গন্যমান্য সদস্য
জ) জন্ম-মৃত্যু নিবন্ধন ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব আসাদ মিয়া মোঃ শুকুর আলী শিংপুর সদস্য, ০৮নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব আক্রম আলী মৃত ওয়াহিদ আলী নৈগাং গন্যমান্য সদস্য
০৩ জনাব গোলাপ মিয়া মৃত তমিজ উদ্দিন নৈগাং গন্যমান্য সদস্য
০৪ বেগম সরিফুল নেছা আমির আলী নৈগাং গন্যমান্য সদস্য
০৫ জনাব সাইফুল ইসলাম আরজত আলী শিংপুর গন্যমান্য সদস্য
ঝ) স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব সুরুজ মিয়া মৃত আব্দুর রাজ্জাক বৃন্দাবন নগর সদস্য, ০৫নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব দিলাফর মিয়া মৃত গোল আহমদ বৃন্দাবন নগর গন্যমান্য সদস্য
০৩ জনাব মনির মিয়া মৃত বুধু মিয়া বৃন্দাবন নগর গন্যমান্য সদস্য
০৪ বেগম হালেমা খাতুন ইয়াকুব আলী বৃন্দাবন নগর গন্যমান্য সদস্য
০৫ জনাব আঃ বাতেন আঃ করিম বৃন্দাবন নগর গন্যমান্য সদস্য
ঞ) সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনাঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব আরব আলী মৃত হোসেন আলী দর্পগ্রাম সদস্য, ০৭নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব চান মিয়া মৃত রমজান আলী দর্পগ্রাম গন্যমান্য সদস্য
০৩ জনাব মহরম আলী মৃত ছিদ্দেক আলী হাসাউরা গন্যমান্য সদস্য
০৪ বেগম চিনি মালা রসুলপুর গন্যমান্য সদস্য
০৫ জনাব আবুল হোসেন আপ্তর আলী হাসাউরা গন্যমান্য সদস্য
ট) পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষন ও বৃক্ষরোপন ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ বেগম রাবেয়া মোঃ ধানু মিয়া কান্দিগাও সংরক্ষিত সদস্য, ০২নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব মন্তাজ মিয়া চান মিয়া কান্দিগাও গন্যমান্য সদস্য
০৩ জনাব আঃ আজিজ মৃত আঃ মনাফ নৈগাং গন্যমান্য সদস্য
০৪ জনাব নুরুল ইসলাম মৃত আঃ মনাফ চিনাউরা গন্যমান্য সদস্য
০৫ নিজাম উদ্দিন মৃত হারিস আলী বিরামপুর গন্যমান্য সদস্য
ঠ) পারিবাারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ ঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ বেগম জাহানারা মোঃ রেনু মিয়া ছমেদনগর কান্দি সংরক্ষিত সদস্য, ০৩নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব শহিদ মিয়া ছুরত আলী ছমেদনগর কান্দি গন্যমান্য সদস্য
০৩ জনাব রফিক মিয়া আঃ জব্বার ছমেদনগর কান্দি গন্যমান্য সদস্য
০৪ জনাব ইব্রাহিম আলী ছমেদনগর কান্দি গন্যমান্য সদস্য
০৫ গোলাম মস্তফা বুলবুল আঃ রশিদ মেদনগর কান্দি গন্যমান্য সদস্য
ড) সংস্কৃতি ও খেলাধুলাঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ বেগম সখিনা মোঃ বুরহান মিয়া হরিনাপাটি সদস্য, ০১নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব সমছু মিয়া মৃত আঃ হান্নান হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৩ জনাব মজনু মিয়া মৃত উমর আলী হরিনাপাটি গন্যমান্য সদস্য
০৪ জনাব তোতা মিয়া মৃত সুরুজ আলী রঙ্গারচর গন্যমান্য সদস্য
০৫ জনাব সেবুল মিয়া আঃ কাইয়ূম রঙ্গারচর গন্যমান্য সদস্য
ঢ) প্রতিবন্ধীতা বিষয়ক কমিটিঃ-
ক্রঃ নং নাম পিতা/স্বামীর গ্রাম পদবী কমিটিতে পদবী
০১ জনাব মোঃ আমির আলী ইছাক আলী বিরামপুর সদস্য, ০৪নং ওয়ার্ড সভাপতি
০২ জনাব আঃ হান্নান ওয়াজিদ আলী বিরামপুর গন্যমান্য সদস্য
০৩ জনাব মঈন উদ্দিন উমর আলী বিরামপুর গন্যমান্য সদস্য
০৪ বেগম পারুল কামাল উদ্দিন রঙ্গারচর গন্যমান্য সদস্য
০৫ সফিক মিয়া আঃ বারী হরিনাপাটি গন্যমান্য সদস্য
ইউনিয়ন পরিকল্পনা কমিটি ২০১৬-২০১৭অর্থ বছর
ক্রমিক নাম পরিচিতি পদবী মোবাইল
০১ জনাব মোঃ আরব আলী ইউপি সদস্য সভাপতি
০২ জনাব মোঃ শহীদ মিয়া ইউপি সদস্য সদস্য
০৩ জনাব জহুরুল হক ইউপি সদস্য সদস্য
০৪ জনাব মোঃ শরকত আলী ইউপি সদস্য সদস্য
০৫ জনাব মোঃ আমীর আলী ইউপি সদস্য সদস্য
০৬ জনাব মোঃ সুরুজ আলী ইউপি সদস্য সদস্য
০৭ জনাব মোঃ হুসেন মিয়া ইউপি সদস্য সদস্য
০৮ জনাব মোঃ আসাদ মিয়া ইউপি সদস্য সদস্য
০৯ জনাব মোঃ আনোয়ার হোসেন তালুকদার বাবুল ইউপি সদস্য সদস্য
১০ মোছাঃ সখিনা বেগম ইউপি সদস্য সদস্য
১১ মোছাঃ রাবেয়া বেগম ইউপি সদস্য সদস্য
১২ মোছাঃ জাহানারা বেগম ইউপি সদস্য সদস্য
১৩ কাজী আব্দুল্লা আল মামুন উপ-সহকারী কৃষি অফিসার সদস্য
১৪ মোঃ সাইদুল ইসলাম এফপিআই সদস্য
১৫ মোঃ মাসুক মিয়া সমাজ কর্মী সদস্য
১৬ বুলবুল মিয়া সমাজ কর্মী সদস্য
১৭ মোঃ মোঃ জুয়েল এএইচআই সদস্য
১৮ মোঃ খন্দকার একরামুল এনজিও সদস্য
১৯ আসকর আলী গন্যমান্য সদস্য
২০ আব্দুল মান্নান গন্যমান্য সদস্য
২১ সজীব কান্দি দাস ইউপি সচিব সদস্য সচিব
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ ও সচিবের পরিচিতি
মোঃ আব্দুল হাই
চেয়ারম্যান
০১৭১২-২৬৩৫৭১
সজীব কান্তি দাস
সচিব
০১৭১২-২৪৭৯৯৭
মোছাঃ সখিনা বেগম
১,২,৩ নং ওয়ার্ড সদস্যা
০১৭৫৮-৪২৯২৭৪
মোছাঃ রাবেয়া বেগম
৪,৫,৬ নং ওয়ার্ড সদস্যা
০১৭৫৭-২৮৯০৫০
মোছাঃ জাহানারা বেগম
৭,৮,৯ নং ওয়ার্ড সদস্যা
০১৯৩৬-৩৭৬১৮৩
শহীদ মিয়া
১নং ওয়ার্ড সদস্য
০১৭৪৯৪১৩৮৮০
জহুরুল হক
২নং ওয়ার্ড সদস্য
০১৭১৭৭২১৭১৯
শরকত আলী
৩নং ওয়ার্ড সদস্য
০১৭৩২৫৩৪৭১৮
আমীর আলী
৪নং ওয়ার্ড সদস্য
০১৭১৮৫০৮৮২৮
সুরুজ আলী
৫নং ওয়ার্ড সদস্য
০১৭৬০৯৫০৭৮৩
হোসেন মিয়া
৬নং ওয়ার্ড সদস্য
০১৭০৭৩৬৫৩১১
আরব আলী
৭নং ওয়ার্ড সদস্য
০১৭৪০৫৬৮৬৭৭
আসাদ মিয়া
৮নং ওয়ার্ড সদস্য
০১৭২৭৫৭৭৪৫৯
আনোয়ার হোসেন বাবুল
৯নং ওয়ার্ড সদস্য
০১৭৩৯৮৮৪৮৮৫
ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা
সেবুল মিয়া
০১৭২৬-০০১৭৩২
মোঃ নুরুল হক
০১৭১৭-৪২০৫৭১
মোছাঃ রিপা বেগম
০১৭৫৯-৫৯৮৯১৫
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ
কেছরা মিয়া
মহল্লাদার
০১৭২১২৮৩৩৮৯
কালা মিয়া
গ্রামপুলিশ
০১৭৪৫৯৫৬৬৯৪
ফজর আলী
গ্রামপুলিশ
০১৭৭৫৯৫৮৮৩৯
আক্কাস আলী
গ্রামপুলিশ
০১৭১৮৭৩৮৪৮৯
উকিল মিয়া
গ্রামপুলিশ
০১৭৫৬১২৬২২
আহমদ আলী গ্রামপুলিশ
০১৭২৮৮৩৭০১১
মন্তাজ আলী গ্রামপুলিশ
০১৭৮৫০৪২৮১৯
লাকী বেগম
গ্রামপুলিশ
০১৭৬০৪২৮৫১৭০
আরিনা বেগম গ্রামপুলিশ
০১৭৩৭২৭৪৬৫৫